প্রকাশ: শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১, ৬:১৩ পিএম | অনলাইন সংস্করণ
বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থী সমান ভোট পেয়েছেন। দুজনই পেয়েছেন ৫ হাজার ৭০০ ভোট।
আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট নাজমুল ইসলাম নাসির ৯টি কেন্দ্রে নৌকা প্রতীকে এ ভোট পান। একই ৫ হাজার ৭০০ ভোট পেয়েছেন আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এম এ বারী বাদল। এ ছাড়া আরেক স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার শাহীন পেয়েছেন ৫ হাজার ১০০ ভোট।রিটার্নিং কর্মকর্তা নাজমুল হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, দুই প্রার্থী একই ভোট পাওয়ায় এ ইউনিয়নে চেয়ারম্যান পদে ফল অমীমাংসিত রয়েছে।
নির্বাচন কার্যালয় থেকে জানা যায়, এম বালিয়াতলী ইউনিয়নে ভোটার সংখ্যা ২২ হাজার ৮৭১ জন। এর মধ্যে নারী ভোটার ১১ হাজার ৫১২ এবং ১১ হাজার ৩৫৯ জন পুরুষ ভোটার। ইউপির ৯ কেন্দ্রে ভোট দিয়েছেন ১৬ হাজার ৬৬২ জন। তার মধ্যে বাতিল হয়েছে ১৬২টি ভোট।
রিটার্নিং কর্মকর্তা নাজমুল হাসান বলেন, ‘প্রার্থীরা পুনর্গণনার আবেদন না করলে শুধু চেয়ারম্যান পদে ফের নির্বাচন হবে।’তিনি জানান, এ ইউনিয়নে চেয়ারম্যান পদে তিনজন এবং সংরক্ষিত মহিলা ও সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৫৪ জন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ইউপিতে নিরবচ্ছিন্ন ভোট হয়েছে। কোথাও কোনো সহিংসতা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।