নিহতরা হলেন- কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মালগাড়া বালাটারী এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে ম. ভাসানী (৪৫) এবং একই ইউনিয়নের ময়নারচওড়া এলাকার মোসলেম উদ্দিনের ছেলে ইদ্রিস আলী (৪৪)।
গোড়ল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার গভীর রাতে বুড়িরহাট বিওপির অধীন ৯১৭ নম্বর মেইন পিলার এলাকার ৫ নম্বর সাবপিলার এলাকা দিয়ে ভারতে গরু আনতে যান ইদ্রিস ও ভাসানীসহ ৭-৮ জনের একটি দল। এ সময় ভারতীয় কোচবিহার ৭৫-বিএসএফ ব্যাটালিয়নের সাতভান্ডারিয়া ক্যাম্পের টহল দলের সদস্যদের গুলিতে দুই জন নিহত হন। অন্যরা পালিয়ে এসেছে।
গোড়ল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল ইসলাম বলেন, বিএসএফের গুলিতে নিহত দুই জনের লাশ ভারতের অভ্যন্তরে রয়েছে।
এ বিষয়ে বুড়িরহাট বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার কামাল হোসেন জানান, দুই জন নিহতের খবর পাওয়া গেছে।