বিশ্বে বাংলাদেশের অর্জন বাড়াচ্ছেন শেখ হাসিনা: ড. নাজমুল আহসান কলিমউল্লাহ
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১, ১১:০৯ পিএম | অনলাইন সংস্করণ
বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী প্যারিসে অবস্থান করছেন। শিল্প সংস্কৃতির আদি অঞ্চল বলে খ্যাত সেই জায়গায় আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যেভাবে সম্মানিত করা হয়েছে তা আমাদের মর্যাদাকে সমুন্নত করেছে। এটা আমাদের মর্যাদায় নতুন পালক সংযোজন করেছে। বিশ্বনেতৃত্বে সফল রাষ্ট্রনায়কদের শীর্ষস্থানে অন্যতম আসনের অধিকারী হয়ে শেখ হাসিনা দেশ ও জাতিকে উন্নয়নশীল রাষ্ট্রের বিশ্ব নাগরিক মর্যাদায় করেছেন গৌরবান্বিত।
দৈনিক ভোরের পাতার নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপের ৫২০তম পর্বে বৃহস্পতিবার (১১ নভেম্বর) এসব কথা বলেন আলোচকরা। ভোরের পাতা সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের নির্দেশনা ও পরিকল্পনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগের অধ্যাপক, জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের (জানিপপ) চেয়ারম্যান ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, জার্মান আওয়ামী লীগের সিনিয়র নেতা, বাংলাদেশ কালচারাল অ্যাসোসিয়েশনের সভাপতি এবং লেখক মায়েদুল ইসলাম তালুকদার বাবুল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভোরের পাতার বিশেষ প্রতিনিধি উৎপল দাস।
ড. নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী প্যারিসে অবস্থান করছেন। শিল্প সংস্কৃতির আদি অঞ্চল বলে খ্যাত সেই জায়গায় আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যেভাবে সম্মানিত করা হয়েছে তা আমাদের মর্যাদাকে সমুন্নত করেছে। এটা আমাদের মর্যাদায় নতুন পালক সংযোজন করেছে। আমি গর্বিত আনন্দিত ও অনেক আপ্লুত এই বিষয়ে। এক সময়ের কথিত ‘তলাবিহীন ঝুড়ি’ দারিদ্র্য-দুর্ভিক্ষে জর্জরিত বাংলাদেশকে অস্তিত্ব টিকিয়ে রাখার সংগ্রাম করতে হয়েছে। কিন্তু শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ ২০৪১ সালে উন্নত দেশের তালিকায় নাম লেখাতে দুর্বার গতিতে এগিয়ে চলেছে। বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে উন্নীত করার এই আশার নাম ‘রূপকল্প-২০২১’ এবং উন্নত দেশে পরিণত করার আশার নাম ‘ভিশন-২০৪১’। কৃষি, শিল্প, শিক্ষা, বাণিজ্য, স্বাস্থ্য, অবকাঠামো, সরকারি-বেসরকারি প্রশাসন পরিচালনায় সকল ক্ষেত্রেই উন্নত প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে। শেখ হাসিনার দূরদর্শী ও কল্যাণমুখী নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বজয়ের নবতর অভিযাত্রায় এগিয়ে চলেছে। দেশ পরিচালনায়, দেশের ও জাতির কল্যাণে ও উন্নয়নে তাঁর চিন্তা চেতনা স্বপ্ন কল্পনার বাস্তবায়ন, দূরদর্শী নেতৃত্ব ও জনগণের ভাগ্য উন্নয়নের সদিচ্ছার কথা বিশ্বব্যাপী স্বীকৃতি পেয়েছে। বাংলাদেশ ‘তলাবিহীন ঝুড়ি’ থেকে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। বিশ্ব নেতৃত্বে সফল রাষ্ট্র নায়ক শেখ হাসিনার নাম সমস্বরে উচ্চারিত হচ্ছে।