প্রকাশ: বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১, ৯:২৪ পিএম | অনলাইন সংস্করণ
আগামীটি-২০ বিশ্বকাপের আসর বসছে অস্ট্রেলিয়ায়। এরই মাঝে প্রতিযোগিতার পরবর্তী আসরগুলোর আয়োজক দেশের বিষয়ে ভাবনা চিন্তা শুরু করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। যেখানে সম্ভাব্য আয়োজক হিসেবে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের নাম।
২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ আয়োজনে আগ্রহ দেখাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর এতে বেশ ইতিবাচক আইসিসি।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ থেকে জানা যায়, ২০২৪ টি-২০ বিশ্বকাপ আয়োজন করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। জোর গুঞ্জন এই যে, মার্কিনিদের এই প্রস্তাব ‘পাস’ হয়ে যাওয়ারও বেশ ভালো সম্ভাবনা রয়েছে।
যদিও এককভাবে নয়, বরং ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে মিলেই এই আয়োজনে সহ-আয়োজক হতে ‘বিড’ করেছে যুক্তরাষ্ট্রের ক্রিকেট বোর্ড ইউএসএ ক্রিকেট।
এদিকে আইসিসিও নাকি এই ব্যাপারে বেশ আগ্রহ দেখাচ্ছে। সাধারণত ক্রিকেটকে বৈশ্বিকভাবে ছড়িয়ে দিতেই ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার এই তৎপরতা।
যুক্তরাষ্ট্রের এই আবেদন পাশ হওয়ার পেছনে দুটি প্রধান কারণ রয়েছে।
প্রথমত, বহুদিন ধরেই ক্রিকেটে আমেরিকার বিশাল বাজারটি ধরার জন্য চেষ্টা করছে আইসিসি। যা ক্রিকেটের বিশ্বায়ন ও বিকেন্দ্রীকরণে বিশাল ভূমিকা রাখবে।
দ্বিতীয়ত, ২০২৮ অলিম্পিক হবে লস অ্যাঞ্জেলেসে। যেই আসরে ক্রিকেটকেও অন্তর্ভুক্ত করতে চাচ্ছে আইসিসি।
২০২৪ বিশ্বকাপ যদি আমেরিকায় সফলভাবে আয়োজন করা যায় তাহলে হয়তো অলিম্পিক কমিটিও আইসিসির প্রস্তাব গুরুত্বের সাথে দেখবে।
আগামী সপ্তাহেদুবাইয়ে আইসিসির সদর দপ্তরে চিফ এক্সিকিউটিভ কমিটির মিটিংয়ে এই বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত আসবে।