সোমবার ২৫ নভেম্বর ২০২৪ ৯ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
ফাইনালে ওঠার মিশনে টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১, ৭:৩৭ পিএম | অনলাইন সংস্করণ

পুরো টুর্নামেন্টে কোনো ম্যাচ না হেরেই সেমিফাইনালে এসেছে পাকিস্তান। অন্যদিকে গ্রুপে দ্বিতীয় হয়ে এই পর্বে এসেছে অস্ট্রেলিয়া।

আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) এই দুই দল মুখোমুখি হচ্ছে দ্বিতীয় সেমিফাইনালে। এই ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া।

টি-২০ বিশ্বকাপের এবারের আসরে দুর্দান্ত পারফরমেন্স করা এক দল পাকিস্তান। অপরাজিত থাকা দলটি সুপার টুয়েলভে প্রতিপক্ষকে বিধ্বস্ত করা, হাতের মুঠো থেকে ম্যাচ কেড়ে নেয়া এ পর্যন্ত সবই প্রদর্শন করেছে।

বিশ্বকাপ মঞ্চে প্রথমবার চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে বিশ্বকাপ শুরু হয় পাকিস্তানের। ১০ উইকেটে ব্যবধানে কোহলি-রোহিতদের উড়িয়ে দেয় বাবর আজম-রিজওয়ানরা।

ভারতকে হেসেখেলে হারালেও, নিউজিল্যান্ড ও আফগনিস্তানের বিপক্ষে শেষদিকে চমক দেখিয়ে ম্যাচ জিতে পাকিস্তান। প্রতিপক্ষের হাতের মুঠো থেকে ম্যাচ বের করে নেয় তারা। দুই ম্যাচেই ব্যাট টর্নেডো ইনিংস খেলেন আসিফ আলি।

এদিকে শেষ দুই ম্যাচে পুচকে নামিবিয়া ও স্কটল্যান্ডকে হারাতে মোটেও বেগ পেতে হয়নি পাকিস্তানকে। তাই সুপার টুয়েলভে পাঁচ ম্যাচে সবক’টিতে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে উঠে বাবররা।

২০০৭ সালে প্রথম আসরের ফাইনালে উঠলেও ভারতের কাছে হেরে যায় পাকিস্তান। তবে ২০০৯ সালে ঠিকই শিরোপা ঘরে তুলে তারা। এরপর চার আসরে দু’বার সেমিফাইনাল খেললেও, ফাইনালে উঠতে পারেনি পাকিস্তান।

অন্য দিকে টি-২০ বিশ্বকাপে একবারই ফাইনাল খেলার সৌভাগ্য হয়েছে অস্ট্রেলিয়ার। সেটি ২০১০ সালের আসরে। কিন্তু ইংল্যান্ডের কাছে ৭ উইকেটে হেরে বিশ্বকাপের তৃতীয় আসরটি স্মরনীয় করে রাখতে পারেনি অজিরা। তবে এবার সেই খরা কাটাতে চায় অস্ট্রেলিয়া।

সেই লক্ষ্যে সুপার টুয়েলভে ৫ ম্যাচেই ৪টিতে জিতে ৮ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স-আপ হয়ে সেমিফাইনালে নাম লেখায় অস্ট্রেলিয়া। অবশ্য গ্রুপ-১ এ ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার পয়েন্টও সমান ৮ ছিলো। কিন্তু নেট রান রেটে সুবিধাজনক অবস্থায় থাকায় সেমিতে উঠে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।

টি-২০ ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের পাল্লা ভারী পাকিস্তানের। ২৩ লড়াইয়ে পাকিস্তানের জয় ১২টি। অসিদের জয় ৯টি। ১টি করে টাই ও পরিত্যক্ত হয়।

তবে বিশ্বকাপের মঞ্চের পরিসংখ্যান মতে, সমান জয় ও হার পাকিস্তান ও অস্ট্রেলিয়ার। ছয়বারের দেখায় তিনটি করে সমান জয় পাকিস্তান ও অস্ট্রেলিয়ার। 

এর মধ্যে ২০১০ সালে তৃতীয় বিশ্বকাপের সেমিফাইনালে পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়েছিলো অস্ট্রেলিয়া।

পাকিস্তান দল

বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আসিফ আলী, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলী, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি ও শোয়েব মালিক।

অস্ট্রেলিয়া দল

অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, প্যাট কামিন্স, জস হ্যাজেলউড, জস ইংলিস, মিচেল মার্শ, গেøন ম্যাক্সওয়েল, কেন রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কুস স্টোয়িনিস, মিচেল সুয়েপসন, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার এবং এডাম জাম্পা।



ভোরের পাতা/অ



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


আরও সংবাদ   বিষয়:  টি-টোয়েন্টি   বিশ্বকাপ   পাকিস্তান   অস্ট্রেলিয়া  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]