আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ৮ টায় দুবাইয়ে দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে পাকিস্তান।
সাবেক পাকিস্তানি অধিনায়ক তার নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, অস্ট্রেলিয়া বড় মঞ্চের দল। ম্যাচ যত কঠিন হয়, তারা (অস্ট্রেলিয়া) তত ভালো খেলে। তাদেরকে হারাতে হলে মাঠে পাকিস্তানের সেরাটা দেওয়ার কোনো বিকল্প নেই।
তার মতে, ফাখর জামান ছাড়া পাকিস্তানের সব ব্যাটার ফর্মে আছেন। সেখানে অস্ট্রেলিয়ার শুধু টপ অর্ডার ভালো খেলছে। দুই দলের ব্যাটিংয়ের তুলনা করতে গিয়ে এই কিংবদন্তির বক্তব্য, ‘ভারত-পাকিস্তান ম্যাচ থেকেই পাকিস্তানি ব্যাটাররা দুর্দান্ত ফর্মে আছে। সেখানে অজিদের ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ ও মিচেল মার্শ- এই তিন ব্যাটারই ভালো খেলছে। তাদের (অস্ট্রেলিয়া) মিডলঅর্ডার অনেকদিন ধরে ভালো খেলছে না।
এর আগে বুধবার আবুধাবিতে ইংল্যান্ডকে পাঁচ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। আজকের ম্যাচের জয়ী দল ১৪ নভেম্বর দুবাইয়ে শিরোপার লড়াই করবে নিউজিল্যান্ডের সাথে।
ভোরের পাতা/অ