প্রকাশ: বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১, ৬:৫৬ পিএম | অনলাইন সংস্করণ
চলতি পথে চোখে পরে ফুটপাতে অনেকগুলো শিশু লেখালেখি করছে, আগ্রহ নিয়ে এগিয়ে যেতেই দেখা মিলে ফুটপাতের দেয়ালে ঝুলানো এক ব্যানার, সেখানে লেখা ‘স্কুল আন্ডার দ্য স্কাই’। রায়ের বাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এলাকার পথের পাশে বেসরকারি সংস্থা লেডোর এই স্কুলে পড়াশোনা করছে ২৫জন শিশু। পথের পাশে শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া শিক্ষক সুচিত্র রাণী বর্মন জানান, এই শিশুরা দরিদ্র পরিবারের, পড়াশোনা করানোর সামর্থ নেই তাদের পরিবারের। পথের পাশের এই স্কুলের মাধ্যমে সিলেবাস অনুযায়ী প্রি- প্রাইমারি শিক্ষা দিয়ে পরের বছর ভর্তি করানো হয় প্রাইমারি স্তরে। স্কুলটির মাধ্যমে শুধু হাতে কলমে একাডেমিক শিক্ষা নয়, রয়েছে বিনোদনের ব্যবস্থা, শেখানো হয় চিত্রাঙ্কন ও নৈতিক শিক্ষাও।
শিক্ষিকা সুচিত্র রাণী বর্মন বলেন, বাচ্চাদের সাথে সময় কাটাতে আমার ভালোলাগে সেই ভালো লাগার জায়গা থেকে আমি পড়িয়ে যাই, ৫ বছর ধরে এই স্কুলটি আমি পড়িয়ে যাচ্ছি, গত ৫ বছরে শতাধিক বাচ্চাকে আমি এই স্কুলের মাধ্যমে প্রি- প্রাইমারি শিক্ষা দিয়েছি। স্ট্রিট চিলড্রেন লিডোর উদ্যোগে ঢাকার শহরে গড়ে তোলা হয়েছে এমন ৬টি স্কুল, ঢাকার বাইরে আছে একটি স্কুল যেখানে পড়াশোনা করছে পথশিশু এবং সুবিধাবঞ্চিত শিশুরা। সপ্তাহে ৫ দিন চলে এই স্কুল, দুপুর আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত পড়ানো হয় শিশুদের।
লিডোর প্রতিষ্ঠাতা পরিচালক ফরহাদ হোসেন বলেন, ১৯৯০ সালে প্রতিষ্ঠার পর থেকে আমরা শিশুদের জন্য কাজ করে যাচ্ছি। পথশিশুদের শিক্ষার জন্য স্কুল, হারিয়ে যাওয়া শিশুদের পরিবারকে খুজে দিতে ক্রান্তিকালীন আশ্রয়, এতিম শিশুদের স্পন্সরশিপ, স্ট্রিট ফ্যামিলি ভিলেজ, শেল্টা হোম। সচেতনতা বৃদ্ধি ও গার্লস স্ট্রিট চাইল্ড ফুটবল বিশ্বকাপের আয়োজনসহ শিশুদের দক্ষতা বাড়াতে আইসিটির প্রশিক্ষণ দিয়ে থাকি, দেশে তো বাটেই স্বপ্ন দেখি আমাদের শিশুরা একদিন বিশ্ব জয় করবে।