মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
বিশ্বের বিপন্ন মানুষের কণ্ঠস্বরে পরিণত হয়েছেন শেখ হাসিনা: এফ এম শাহীন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১, ১০:৫৩ পিএম | অনলাইন সংস্করণ

আমাদের জননেত্রী শেখ হাসিনা বহির্বিশ্বে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য যেসব পরিকল্পনা করেছেন এবং যে সব কাজ করেছেন সেখানে বাংলাদেশ আজ সারা বিশ্বে প্রশংসিত হচ্ছে। যুক্তরাজ্যের গ্লাসগোতে অনুষ্ঠিত কনফারেন্স অব দ্য পার্টিস-কপ-২৬ সম্মেলনে তিনি যেসব কথা বলে বিশ্বনায়কে পরিণত হলেন- বিশ্বের বিপন্ন মানুষের কণ্ঠস্বরে পরিণত হয়েছেন শেখ হাসিনা। তার হাতে নিরাপদ বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ, একটি  অসাম্প্রদায়িক বাংলাদেশ এবং একটি সমৃদ্ধশালি দেশে রূপান্তরিত হবে।

দৈনিক ভোরের পাতার নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপের ৫১৮তম পর্বে মঙ্গলবার (৯ নভেম্বর) এসব কথা বলেন আলোচকরা। যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা সাদেক আলী শিপু, লন্ডন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, বহির্বিশ্বে বঙ্গবন্ধুর ভাস্কর্য প্রতিষ্ঠাতা আফছার খান সাদেক, গৌরব ৭১ এর সাধারণ সম্পাদক এফ এম শাহীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক তথ্য সচিব নাসির উদ্দিন আহমেদ।

এফ এম শাহীন বলেন, আমরা বর্তমান সময়ে এমন একটা মহামারির মধ্য দিয়ে যাচ্ছি যেখানে দীর্ঘ দুই বছর ধরে আমরা এটাকে নিয়ে বসবাস করছি। পুরো পৃথিবী যখন একটা ক্রান্তিকাল অতিক্রম করছে, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই একযোগে মহামারি থেকে পরিত্রাণের পথ খুঁজছে, ঠিক তখনেই যুক্তরাজ্যের গ্লাসগোতে অনুষ্ঠিত কনফারেন্স অব দ্য পার্টিস-কপ সম্মেলনে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথিবীর উন্নত দেশের রাষ্ট্র নায়কদের বললেন- এই ক্রান্তিকাল অতিক্রম করতে হলে আমাদের ফান্ড তৈরি করতে হবে, আরও সোচ্চার হতে হবে। এই যে তিনি আজ এইসব কথা বলে বিশ্বনায়কে পরিণত হলেন, বিশ্বের বিপন্ন মানুষের কণ্ঠস্বরে পরিণত হয়েছেন শেখ হাসিনা। বাংলাদেশে তার হাতে একটি নিরাপদ বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ, একটি  অসাম্প্রদায়িক বাংলাদেশ এবং একটি সমৃদ্ধশালি দেশে রূপান্তরিত হবে। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান তার সারাটি জীবন একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণ করতে চেয়েছিলেন, মুক্তিযুদ্ধের আদর্শের ভিত্তিতে একটি বাংলাদেশ নির্মাণ করতে চেয়েছিলেন, খুদা-দারিদ্র মুক্ত একটি সমৃদ্ধশালি দেশ গড়তে চেয়েছিলেন ঠিক তার পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করে যাচ্ছেন আমাদের জননেত্রী প্রধানমন্ত্রি শেখ হাসিনা।  মেধা মনন, সততা, রাজনৈতিক প্রজ্ঞা, বিচক্ষণতা, গতিশীল নেতৃত্ব, মানবিক মূল্যবোধ দিয়ে শুধু দেশেই নন, বহির্বিশ্বেও তিনি অন্যতম সেরা রাষ্ট্রনায়ক। অর্থাৎ নিজে কর্মগুণে শেখ হাসিনা আজকে বিশ্বনেত্রীতে পরিণত হয়েছেন। শুধু বাংলাদেশ নয় তিনি নিজেকে এখন বিশ্ব নেতৃত্ব দেওয়ার যোগ্যতায় রূপান্তর করেছেন।  বৈশ্বিক করোনা পরিস্থিতিতে যেখানে বিশ্বের বৃহৎ ও প্রতিষ্ঠিত অর্থনৈতিক শক্তিগুলো ম্রিয়মাণ সেখানেও বাংলাদেশ উজ্জ্বল, দীপ্ত পথযাত্রায় নান্দনিক ভাস্কর। বিশ্ব অর্থনীতিতে এগিয়ে চলা পাঁচটি দেশের মাঝে একটি। বর্তমান অবস্থানে যা বিশ্বের ৪১তম শক্তিশালী অর্থনীতির দেশ। শুধু তা-ই নয়, মাথাপিছু আয়ও উন্নতি করেছে বাংলাদেশ। ১২ বছর পূর্বে যেখানে দেশে মাথাপিছু আয় ছিল ৫০০ থেকে ৭০০-এর ঘরে সেখানে এখন তা বেড়ে দাঁড়িয়েছে ২০০০ ডলার অতিক্রম করেছে। আরেকটি প্রত্যাশা থাকবে যে বাঙালির যে সংস্কৃতিগুলো আজকে প্রায় বিলুপ্ত সেটাকে আবার সামনের দিকে আনতে হবে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]