চট্টগ্রাম নগরের হালিশহর গোডাউন বাজারের একটি বিপণিকেন্দ্রে আগুন লেগেছে।
মঙ্গলবার (০৯ নভেম্বর) সকাল ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের মোট ৮টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
এবিষয়ে ফায়ার সার্ভিসের উপ-পরিচালক শামীম আহসান চৌধুরী জানান, মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের আগ্রাবাদ ও বন্দর স্টেশনের ১০টি গাড়ি আগুন নেভানোর কাজ করছে।
অনেক দূর থেকে ধোঁয়ার কুণ্ডলী দেখা যাওয়ায় আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তদন্ত শেষে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এদিকে ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক নিউটন দাশ বলেন, সকাল ৮টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। আগুনে একটি বিপণিকেন্দ্রের সেমিপাকা বেশ কিছু দোকানের ক্ষয়ক্ষতি হয়েছে।
আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত ও হিসাব করে জানাতে পারব। আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। কাঁচাঘরের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে।
উল্লেখ্য, কাপড়ের এবং তরকারির দোকান মিলে মোট ১৫০টি দোকান ছিল। এর মধ্যে ৫০টা দোকান পুড়ে গেছে বাকি ১০০টি দোকান সুরক্ষিত আছে।