তিনি বলেন, প্রধানমন্ত্রীর ১০টি অগ্রাধিকার প্রকল্পের মধ্যে দুটি রেল মন্ত্রণালয়ের। এর মধ্যে একটি চট্টগ্রামের দোহাজারী থেকে মিয়ানমার হয়ে চীনে সম্প্রসারিত হবে। বাংলাদেশের ভেতর দিয়ে কলকাতা পর্যন্ত ট্রেন যাবে। গোটা এশিয়ার সঙ্গে বাংলাদেশ রেলওয়ে যোগ হবে।
তিনি আরও বলেন, আরেকটি প্রজেক্ট হলো পদ্মা লিংক। ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৭১ কিলোমিটার। পদ্মাসেতুর ওপর দিয়ে পার হয়ে যাবে এ রেল লাইন।
দ্বিতীয় রেলসেতু হবে বঙ্গবন্ধু সেতুর পাশে। ১০০ থেকে ১২০ কিলোমিটার গতিতে বঙ্গবন্ধু রেল সেতু দিয়ে ট্রেন যাতায়াত করতে পারবে। এ সেতুতে আলাদা দুটি লাইন থাকবে।
এসময় রেল সচিব সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- মাগুরা-১ আসনের এমপি সাইফুজ্জামান শেখর, সংরক্ষিত নারী আসনের এমপি বেগম নাদিরা ইয়াসমিন জলি প্রমুখ।