প্রকাশ: সোমবার, ৮ নভেম্বর, ২০২১, ১:০৮ পিএম | অনলাইন সংস্করণ
প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে প্রায় ২০ মাস বন্ধ থাকার পর সীমান্ত খুলে দিয়েছে যুক্তরাষ্ট্র।
সোমবার (০৮ নভেম্বর) থেকে দেশটির সরকারী সিদ্ধান্ত অনুযায়ী টিকার ডোজ সম্পন্নকারী পর্যটকরা স্থল ও আকাশপথে পুনরায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন।
সংবাদমাধ্যম বিবিসির তথ্যানুযায়ী, মহামারি করোনাভাইরাস ঠেকাতে ২০২০ সালের মার্চে বিশ্বের বিভিন্ন দেশের পর্যটক বা ভ্রমণকারীদের যুক্তরাষ্ট্র প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এই দেশগুলোর মধ্যে যুক্তরাজ্য, চীন, ব্রাজিল, মেক্সিকো, কানাডা ও ইউরোপ অর্ন্তভূক্ত ছিল। এর ফলে বিশ্বের লাখো মানুষকে দুর্ভোগ পোহাতে হয়েছিল। নতুন প্রেসিডেন্ট জো বাইডেন শপথের পর ধীরে ধীরে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেন।
তবে দেশটির আকাশপথ টিকার ডোজ পূর্ণকারীদের জন্য পুরোপুরি খুলে গেলেও স্থলসীমান্ত খুলবে দুই ধাপে। সোমবার থেকে শুরু হওয়া অপ্রয়োজনীয় যেমন, পারিবারিক বা পর্যটন ভ্রমণের জন্যও ভ্যাকসিন নেয়া থাকতে হবে। তবে জরুরি প্রয়োজনে টিকা না নেওয়া পর্যটকরাও দেশটিতে প্রবেশের অনুমতি পাবেন।
সংবাদমাধ্যম এএফপি জানিয়েছে, আটলান্টিকের দুই তীরে থাকা পরিবারগুলো স্বজনদের সঙ্গে সাক্ষাত করতে র্দীঘদিন ধরে উদগ্রীব হয়ে রয়েছে। অনেকে সোমবারই যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য বিমানে টিকেট কেট ফেলেছেন।
অ্যালিসন হেনরি নামে ৬৩ বছরের এক নারী বলেন, এটা অনেক কঠিন ছিল। আমি শুধু আমার ছেলেকে দেখতে চাই। নিউ ইয়র্কে সন্তানকে দেখার জন্য সোমবারই বিমানে উঠতে চাচ্ছেন তিনি।
ব্যাপক চাহিদা পূরণের জন্য বিমান সংস্থাগুলো ট্রান্স আটলান্টিক ফ্লাইটের সংখ্যা বাড়ানোর ঘোষণা দিয়েছে। অতিরিক্ত যাত্রী পরিবহনের জন্য তারা বড় বিমান নামানোর কথাও বলেছে।
ভোরের পাতা/অ