প্রকাশ: সোমবার, ৮ নভেম্বর, ২০২১, ১২:০৬ পিএম | অনলাইন সংস্করণ
পাকিস্তানের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল পিটিভি স্পোর্টস শোয়েব আখতারের নামে চুক্তি ভঙ্গের দায়ে মামলা করে তাকে আইনি নোটিশ পাঠিয়েছে। ক্ষতিপূরণ বাবদ শোয়েবের কাছে ১০ কোটি রুপির বেশি দাবি করে পিটিভি স্পোর্টস।
শোয়েব তার টুইটারে বলেন, পুরো ব্যাপারটা ভীষণ হতাশার। তারা আমাকে টাকার জন্য নোটিশ পাঠিয়েছে। কিন্তু আমি যোদ্ধা, অবশ্যই ছেড়ে দেবো না আমিও। আইনি লড়াইয়ে যাব। আইনজীবী সালমান খান নিয়াজি আমার হয়ে আদালতে লড়াই চালিয়ে যাবেন।
পিটিভি স্পোর্টস উপস্থাপকের সঙ্গে শোয়েবের ঘটনাটি ঘটে গত ২৬ অক্টোবর। উপস্থাপক ডা. নুমান নিয়াজ সৌজন্যতার বাইরে গিয়ে রাওয়াল পিন্ডি এক্সপ্রেসকে অনুষ্ঠান থেকে বের হয়ে যেতে বলেন। উত্তপ্ত সেই ঘটনার পর প্রচুর সমালোচনা হয়েছিল। দর্শক, ভক্তরাও বিষয়টি অপমানজনক বলেছিল। কারণ পুরো ঘটনাটি ঘটেছে ভিভিয়ান রিচার্ডস ও ডেভিড গাওয়ারের মতো অতিথির সামনে।
সেই শো তে চুক্তি অনুযায়ী সময় পর্যন্ত শোয়েবের না থাকা এবং কোনো নোটিশ দেয়া ছাড়াই তাঁর এমন পদত্যাগে আর্থিকভাবে ১০ কোটি রুপির বেশি ক্ষতি হয়েছে চ্যানেলটির।
এছাড়া প্রতিষ্ঠানের সম্মানেও আঘাত হেনেছে 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেসে'র এমন বিদায়। এ কারণে ক্ষতিপূরণের পাশাপাশি মানহানির মামলাও করেছে পিটিভি।