প্রকাশ: রোববার, ৭ নভেম্বর, ২০২১, ৭:১৩ পিএম | অনলাইন সংস্করণ
পল্লী চিকিৎসক ইসমাইল হোসেন হতদরিদ্র,সুবিধা বঞ্চিত মানুষকে চিকিৎসা সেবা করতে করতে একজন জনপ্রিয় নেতায় পরিনিত হয়েছে।তিনি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার তাঁত শিল্প এলাকা বল্লা ইউনিয়নের কুকরাইল গ্রামের মো.শাহাদৎ হোসেনের ছেলে।গত পাঁচ বছর আগে বল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন।তার নির্বাচনে বাড়ি বাড়ি থেকে চাল,ডাল ও টাকা তুলে নির্বাচন পরিচালনা করে ছিলেন সাধারন ভোটাররা।অল্প ভোটের ব্যবধানে নৌকা প্রতীকের প্রার্খীর সাথে হেরে যান তিনি।
চেয়ারম্যান নির্বাচিত না হয়ে তিনি গত পাঁচ বছর যাবত তার সাধ্যমত চালিয়ে আসছেন জনসেবা।এছাড়াও একজন পল্লী চিকিৎসক হিসেবে করোনা কালীন সময়ে দেশের ক্লান্তিলগ্নে ও দূর্যোগপূর্ণ মুহূর্তে জনসেবা ও সাধারন মানুষের পাশে দাড়িয়ে ইউনিয়নের সকলস্তরের জন-সাধারনের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি ।
এবার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ইসমাইল হোসেন। চালিয়ে যাচ্ছে প্রচার প্রচারনা।তার সাথে রয়েছে হতদরিদ্র,সুধিধা বঞ্চিত মানুষসহ সকল স্তরের জন সাধারণ।এবার তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশা বাদী।
খোঁজ নিয়ে জানাগেছে,তার এলাকার মসজিদ,মাদ্রাসা ও এতিমখানার সকল শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে চিকিৎসা দিয়ে থাকেন।
চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মো. ইসমাইল হোসেন জানান,তার উপার্জনের ৫০ ভাগ টাকা এলাকার হতদরিদ্র ও সুধিধা বঞ্চিত মানুষের জন্য ব্যয় করে থাকেন।তিনি শাসক নয় জনগণের পায়ের কাছে বসে সেবা মূলক কাজ করতে চান।তিনি আশা প্রকাশ করেন আগামী ২৮ তারিখ ৯নং বল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণ তাকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করবেন।
তিনি বল্লা ইউনিয়ন বাসীর দোয়া ও আসন্ন নির্বাচনে সকল ভোটার ভাই-বোনদের মূল্যবান ভোট প্রার্থনা করেন।