রোববার ২৪ নভেম্বর ২০২৪ ৮ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
নিউজিল্যান্ডের জয়ে ভারত ও আফগানিস্তানের বিদায়
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ৭ নভেম্বর, ২০২১, ৭:০৬ পিএম | অনলাইন সংস্করণ

বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানকে ৮ উইকেটে হারিয়ে টুর্নামেন্ট থেকে স্বাগতিক ভারতকে বিদায় করল নিউজিল্যান্ড। একইসঙ্গে আফগানিস্তানের বিদায়ঘণ্টাও বেজে গেছে।

রোববার (০৭ নভেম্বর) আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৮ উইকেটে ১২৪ রান সংগ্রহ করেছিল আফগানিস্তান। জবাবে ২ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড। বাকি ছিল আরো ১১ বল।

৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে গ্রুপ টু থেকে দ্বিতীয় দল হিসেবে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। নিজেদের শেষ ম্যাচে ভারত যে ব্যবধানেই জিতুক, তারা আর সেমিতে উঠতে পারবে না।

নিউজিল্যান্ডের হয়ে রান তাড়া করতে নামেন মার্টিন গাপটিল ও ড্যারিল মিচেল। দলীয় ২৬ ও ব্যক্তিগত ১৭ রানে ফেরেন মিচেল। গাপটিলও এদিন ২৮ রানের বেশি করতে পারেননি।

ডেভন কনওয়েকে নিয়ে বাকি পথ সহজেই পাড়ি দেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। শেষ পর্যন্ত দুজন অপরাজিত থাকেন যথাক্রমে ৩৬ ও ৪০ রানে। আফগানদের হয়ে উইকেট দুটি নেন রশিদ খান ও মুজিব উর রহমান।

এর আগে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন আফগানিস্তান অধিনায়ক মোহাম্মদ নবী। ব্যাট করতে নেমে পাওয়ার প্লে-তে ৩ উইকেট হারিয়ে কিছুটা বিপদে পড়ে আফগানরা। হজরতউল্লাহ জাজাই, মোহাম্মদ শেহজাদ ও রহমানুল্লাহ গুরবাজ ফেরেন যথাক্রমে ২,৪ ও ৬ রান।

শুরুতে তিন উইকেট হারানোর পর দলের হাল ধরেন গুলবাদিন নাইব ও নাজিবুল্লাহ জাদরান। দুজনে মিলে গড়েন ৩৫ রানের জুটি। ১৫ রানে গুলবাদিন ফেরার ফেরার পর আক্রমণাত্মকভাবে খেলতে থাকেন নাজিব। তার সঙ্গে যোগ দেন নবী।

পঞ্চম উইকেটে ৫৯ রানের জুটি গড়েন নাজিব ও নবী। তবে ব্যক্তিগত ১৪ রানে নবী আউট হওয়ার পর আবারো ব্যাটিং ধসে পড়ে আফগানরা। দলের হয়ে একাই লড়াই করেন নাজিব। আউট হওয়ার আগে তিনি খেলেন ৪৮ বলে ৭৩ রানের দুর্দান্ত এক ইনিংস। 

নিউজিল্যান্ডের হয়ে একাই তিন উইকেট নেন ট্রেন্ট বোল্ট। 

এছাড়া টিম সাউদি দুটি এবং অ্যাডাম মিলনে, জিমি নিশাম ও ইশ সোধি একটি করে উইকেট শিকার করেন।



ভোরের পাতা/অ



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


আরও সংবাদ   বিষয়:  টি-টোয়েন্টি-বিশ্বকাপ   নিউজিল্যান্ড-ক্রিকেট  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]