প্রকাশ: রোববার, ৭ নভেম্বর, ২০২১, ৭:০৯ পিএম | অনলাইন সংস্করণ
ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যােগে রবি মৌসমে ১০ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা সহ মোট ৭০০ জন প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় সরিষা বীজ ও সার বিতরণ করা হয়েছে।
রবিবার (৭ নভেম্বর) দুপুরে কৃষি অফিস চত্বরে ডিকেআইবির সাধারন সম্পাদক শরীফুল ইসলামের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, অন্যান্যদের বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন, কৃষি কর্মকর্তা লুৎফুন্নাহার, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম মিন্টু, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক মুনসুর আহম্মেদ মিলন, ডিকেআইবি উপজেলা শাখার সভাপতি আনিসুর রহমান প্রমুখ।
উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায় এ কর্মসূচীর আওতায় উপজেলার পৌরসভা ও ১০ টি ইউনিয়ন সহ ৭০০ জন কৃষকের মাঝে সরিষা বীজ ও সার বিতরন করা হয়েছে।
পরবর্তীতে ৪০০ জন কৃষকের মাঝে গম বীজ ও সার, ১০০ জন কৃষকের মাঝে ভূট্রা বীজ ও সার, ২০ জন কৃষকের মাঝে চিনা বাদাম বীজ ও সার, ২০ জন কৃষকের মাঝে সূর্যমুখী বীজ ও সার, ১০ জন কৃষকের মাঝে পেঁয়াজ বীজ ও সার বিতরন করা হবে।