প্রকাশ: রোববার, ৭ নভেম্বর, ২০২১, ৩:০৩ পিএম | অনলাইন সংস্করণ
ডিজেলের দাম ২৩ শতাংশ বাড়লেও বাস ভাড়া ৪১ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছেন সড়ক পরিবহন মালিকেরা। সিএনজিচালিত হলেও ঢাকা মহানগরিতেও একই হারে বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব করেছেন তারা। আর ঢাকায় মিনিবাস ভাড়া বাড়ানোর প্রস্তাব করা হয়েছে ৫০ শতাংশ।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের সঙ্গে রোববার (০৭ নভেম্বর) বৈঠকে ভাড়া বাড়ানোর এসব প্রস্তাব তুলে ধরেন পরিবহন সংগঠনগুলোর নেতারা।
বেলা ১১টার দিকে মহাখালী বিআরটিএ ভবনে পরিবহন নেতাদের বৈঠকে ডাকা হয়। এতে সভাপতিত্ব করছেন বিআরটিএ‘র চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার।
বাংলাদেশ পরিবহন মালিক সমিতির নতুন প্রস্তাবে বলা হয়েছে, দূরপাল্লার বর্তমান বাসভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৪২ পয়সা, তা বাড়িয়ে ২ টাকা করার প্রস্তাব হয়েছে। অর্থাৎ এতে কিলোমিটারপ্রতি যাত্রীকে বাড়তি ৫৮ পয়সা গুনতে হবে। ভাড়া বৃদ্ধির এ হার ৪০.৮৫ শতাংশ।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের সঙ্গে রোববার বৈঠকে ভাড়া বাড়ানোর এসব প্রস্তাব তুলে ধরেন পরিবহন সংগঠনগুলোর নেতারা।
বেলা ১১টার দিকে মহাখালী বিআরটিএ ভবনে পরিবহন নেতাদের বৈঠকে ডাকা হয়। এতে সভাপতিত্ব করছেন বিআরটিএ‘র চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার।
বাংলাদেশ পরিবহন মালিক সমিতির নতুন প্রস্তাবে বলা হয়েছে, দূরপাল্লার বর্তমান বাসভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৪২ পয়সা, তা বাড়িয়ে ২ টাকা করার প্রস্তাব হয়েছে। অর্থাৎ এতে কিলোমিটারপ্রতি যাত্রীকে বাড়তি ৫৮ পয়সা গুনতে হবে। ভাড়া বৃদ্ধির এ হার ৪০.৮৫ শতাংশ।
এছাড়া মহানগরে বাসের বর্তমান ভাড়া কিলোমিটারে ১.৭০ পয়সা, প্রস্তাব হয়েছে ২.৪০ পয়সা করার। এতে ৭০ পয়সা ভাড়া বাড়বে। বাড়তি ভাড়ার এ শতকরা হার ৪১.১৮ শতাংশ। মহানগরে মিনিবাসের বর্তমান ভাড়া প্রতি কিলোমিটারে ১.৬০ পয়সা। এটি বাড়িয়ে ২.৪০ পয়সা করার প্রস্তাব হয়েছে। এতে ভাড়া বাড়ে কিলোমিটারপ্রতি ৮০ পয়সা। ভাড়া বৃদ্ধির এ হার ৫০ শতাংশ।
ভোরের পাতা/কে