প্রকাশ: রোববার, ৭ নভেম্বর, ২০২১, ১২:০৮ পিএম আপডেট: ০৭.১১.২০২১ ১২:১৪ পিএম | অনলাইন সংস্করণ
তিন সপ্তাহেরও বেশি সময় হাসপাতালে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বাসায় ফিরছেন।
রোববার (৭ নভেম্বর) বিকাল ৩টার পর তিনি রাজধানীর গুলশানের ভাড়া বাসা ফিরোজার উদ্দেশে হাসপাতাল ত্যাগ করবেন।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ১২ অক্টোবর খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে খালেদা জিয়ার বায়োপসি করা হয়। খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, দাঁত, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।
গত এপ্রিল মাসে তিনি করোনাভাইরাসে করোনাভাইরাসে সংক্রমিত হন। শারীরিক জটিলতা দেখা দেওয়ায় গত ২৭ এপ্রিল খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। ১৯ জুন তিনি বাসায় ফিরেছিলেন।
দুর্নীতির মামলায় দণ্ডিত হলে খালেদা জিয়াকে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে পাঠানো হয়। গত বছরের ২৫ মার্চ সরকার শর্ত সাপেক্ষে তাকে সাময়িক মুক্তি দেয়।
ভোরের পাতা/কে