প্রকাশ: শনিবার, ৬ নভেম্বর, ২০২১, ৯:৩০ পিএম | অনলাইন সংস্করণ
লিভারপুলের কাছে ৫ গোলে হারের দুঃসহ স্মৃতি ভুলিয়েছিল টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ৩ গোলের জয়। এর বাইরে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোর করা শেষ মুহূর্তে গোলে ড্র পাওয়াটাও ছিলো ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য বড় স্বস্তির।
কিন্তু নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির বিপক্ষে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ফের ভরাডুবিই হলো ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাবটির। প্রতিপক্ষের মাঠে গিয়ে দাপট দেখিয়েই ২-০ গোলের ব্যবধানে জিতেছে ম্যান সিটি।
পুরো ৯০ মিনিটের ম্যাচে মাত্র ৩২ শতাংশ সময় বলের দখল পেয়েছে ইউনাইটেড। গোলের জন্য শট করতে পেরেছে মাত্র ৫ টি, যার শুধু একটি ছিল লক্ষ্যে।
ম্যাচটি যে ইউনাইটেডের জন্য ভালো কাটবে না, তার ইঙ্গিত পাওয়া যায় ম্যাচের একদম শুরুতেই। ম্যাচের সপ্তম মিনিটে আত্মঘাতী গোল হজম করে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। বাম পাশ থেকে হোয়াও ক্যানসেলোর ক্রস নিজেদের জালেই প্রবেশ করান আইভোরি কোস্টের ডিফেন্ডার এরিক বেইলি।
শুরুতেই গোল খেয়ে পিছিয়ে পড়ার পরও ইউনাইটেডের খেলায় ঘুরে দাঁড়ানোর কোনো ছাপ ছিল না। বলা ভালো, তাদেরকে ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগই দেয়নি ম্যান সিটি। একের পর এক আক্রমণে ম্যাচের বেশিরভাগ সময় খেলা হয় ইউনাইটেডের অর্ধেই। তবে ম্যাচের ২৬ মিনিটের সময় লুক শ'র কাছ থেকে পাওয়া বলে বাম পায়ে জোরালো ভলি করেন রোনালদো। কিন্তু সফল হননি, ঠেকিয়ে দেন সিটিজেনদের গোলরক্ষক এডারসন।
৯০ মিনিটের ম্যাচে এই একটি শটই লক্ষ্য বরাবর রেখেছেন রোনালদো। এর বাইরে বাকি সময় লেফট উইংয়েই কাটাতে হয়েছে তাকে, আক্রমণে উঠতে পারেননি তেমন।
এদিকে মিনিট তিনেক পর গোলের সুযোগ আসে সিটির সামনে। এবার গ্যাব্রিয়েল হেসুসের গোলা ঠেকিয়ে দেন ইউনাইটেড গোলরক্ষক ডেভিড ডি গিয়া। যিনি পুরো ম্যাচে বেশ কয়েকবারই বাঁচান দলকে।
কিন্তু দ্বিতীয় গোলটিতে অবশ্য বড়সড় ভুলই করেন তিনি। তবু শেষ পর্যন্ত পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।
সেই দ্বিতীয় গোলটি ছিলো অনেকটাই সারপ্রাইজিং। এবারও উৎস ছিলেন ক্যানসেলো। বাম দিক থেকে আসা তার ক্রসে কোনোমতে পা লাগিয়ে দেন বার্নার্ডো সিলভা। এরপর তা ডি গিয়ার হাতে ও বুকে লেগে জড়িয়ে যায় জালে, ব্যবধান বেড়ে যায় ম্যান সিটির।
ম্যাচের দ্বিতীয়ার্ধে ফিরে আরও বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিলেন ক্যানসেলো, সিলভা, ডি ব্রুইনেরা। কিন্তু একবারও মেলেনি জালের দেখা। অন্যদিকে হতাশার ধারা বজায় রেখে পুরো ৯০ মিনিটই গোলশূন্য থাকেন রোনালদো-সানচোরা।
যার ফলে ওল্ড ট্র্যাফোর্ডে যেকোনো সফরকারী দলের পক্ষে সর্বোচ্চ অষ্টম জয়ের দেখা পেয়েছে সিটিজেনরা। এই জয়ের পর ১১ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ম্যান সিটি। সমান ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে ইউনাইটেড।
ভোরের পাতা/অ