বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
আফগানিস্তানে ৪ নারীকে হত্যা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৬ নভেম্বর, ২০২১, ৭:০৭ পিএম | অনলাইন সংস্করণ

আফগানিস্তানের উত্তরাঞ্চলের শহর মাজার-ই-শরীফ থেকে অধিকারকর্মীসহ ৪ নারীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (০৬ নভেম্বর) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ক্বারি সাইদ খোস্তি এক ভিডিও বার্তায় জানান, নগরীর একটি বাড়িতে চারজনের মরদেহ পাওয়ার পর দুই সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার হওয়া ব্যক্তিরা স্বীকার করেছেন যে, তাদের বাড়িতে ওই নারীদের আমন্ত্রণ জানানো হয়েছিল। 

এছাড়া এ ঘটনায় তদন্ত চলছে এবং মামলাটি আদালতে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

তবে খোস্তি নিহতদের পরিচয় নিশ্চিত করেননি। 

জানা যায়, নিহতদের মধ্যে এক নারী অধিকারকর্মী রয়েছেন। তবে তার পরিবারের সদস্যরা গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।

স্থানীয় সুশীল সমাজের বরাত দিয়ে বিবিসি পার্সিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, ওই চার নারী বন্ধু ও সহকর্মী ছিলেন। তারা দেশের বাইরে যাওয়ার জন্য মাজার-ই-শরীফ বিমানবন্দরে যাওয়ার চেষ্টা করেছিলেন।

নাম প্রকাশ না করার শর্তে একটি অধিকার গোষ্ঠীর সূত্র এএফপিকে জানিয়েছে, প্রথমে ওই নারীরা একটি ফোন কল পায়। তারা ভেবেছিল তাদের দেশের বাইরে নিয়ে যেতে সাহায্য করতেই কেউ ফোন দিয়েছে। তারপর একটি গাড়ি এসে তাদের নিয়ে যায়। এরপরই তাদের মৃত অবস্থায় পাওয়া যায়।

তালেবান প্রশাসনে নারীদের জনজীবন থেকে নিষিদ্ধ করা হয়েছে। 

এদিকে তালেবান ক্ষমতায় আসার পর অনেক নারী অধিকারকর্মী দেশ ছেড়ে পালিয়েছে। রয়ে যাওয়া নারীরা তাদের অধিকারকে সক্রিয় করতে এবং মেয়েদের হাইস্কুলে পড়ার অনুমতি চেয়ে রাস্তায় বিক্ষোভ করেছে। এতে তালেবান সেনারা নারীদের সেই বিক্ষোভ ভঙ্গ করেছে এবং সাংবাদিকদের গ্রেপ্তারের হুমকি দিয়েছে যেন এই বিষয়ক কোনো সংবাদ প্রকাশ না করা হয়। 

কিন্তু আন্দোলনের নেতারা জোর দিয়ে বলেছেন যে, তাদের কর্মীদের হত্যা করা কিংবা শাস্তি দেয়ার অনুমতি কারো নেই।



ভোরের পাতা/অ



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


আরও সংবাদ   বিষয়:  আফগানিস্তান   তালেবান নারী   নারী অধিকারকর্মী   হত্যা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]