প্রকাশ: শনিবার, ৬ নভেম্বর, ২০২১, ২:৫২ পিএম | অনলাইন সংস্করণ
জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে সারাদেশে চলমান বাস-ট্রাক ধর্মঘট চলেছে সেই সাথে আজ থেকে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা।
শনিবার (০৭ নভেম্বর) লঞ্চ মালিকদের সংগঠন ডাকা জরুরি বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনের সদস্য ও অ্যাডভেঞ্চার লঞ্চের মালিক নিজামউদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।
নিজামউদ্দিন বলেন, জ্বালানি তেলের দাম বাড়ায় আমাদের পক্ষে লঞ্চ চালানো সম্ভব নয়। সেজন্য আমরা আজ থেকেই লঞ্চ না চালানোর সিদ্ধান্ত নিয়েছি। সদরঘাট ছাড়াও দেশের কোথায় আজ থেকে লঞ্চ চলবে না।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সারা দেশে গতকাল শুক্রবার থেকে শুরু হওয়া পরিবহন ধর্মঘটে দুর্ভোগ বেড়েছে মানুষের। গতকালের মতো আজ শনিবারও সড়কে চলছে না পণ্য পরিবহনে নিয়োজিত ট্রাক-কাভার্ডভ্যান। বাস চলাচলও বন্ধ থাকায় মানুষ প্রাইভেটকার, বাইক, সিএনজি অটোরিকশা ও রিকশায় যাতায়াত করছেন। এ সুযোগে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে।
ভোরের পাতা/কে