শুক্রবার (৫ নভেম্বর) ভারতের স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ভারতে সূর্যমুখী, পাম এবং সয়াবিন তেলের দাম কমেছে লিটারে ৫ থেকে ২০ রুপি পর্যন্ত।
কেন্দ্র একাধিক ভোজ্য তেলের ওপর সাধারণ শুল্ক প্রত্যাহার করতেই বাজারে তেলের দাম কমতে শুরু করেছে।
শেষ কিছু মাস ধরে ভারতে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস এবং ভোজ্যতেলের দাম পাল্লা দিয়ে বেড়েছিল। তাই উৎসবের আমেজে তেল বিক্রেতা সংস্থাগুলোকে দাম কমানোর অনুরোধ করেছিল ভারত সরকার। সেই অনুরোধ রাখতেই তেল বিক্রেতা সংগঠন সলভেন্ট এক্সট্র্যাক্টর অ্যাসোসিয়েশন বিভিন্ন ধরনের ভোজ্যতেলের দাম কমিয়েছে।
শুল্কের বিষয়টি বিবেচনা করে তেল বিক্রেতা সংস্থাগুলো ভোজ্যতেলের দাম বেশি কমানো সম্ভব নয় বলে জানিয়ে লিটার প্রতি দাম কমিয়েছিল ৩ থেকে ৫ রুপি পর্যন্ত। এরপর তেলের ওপর শুল্ক কমানোর ঘোষণা দেয় কেন্দ্রীয় সরকার। ফলে শহরভেদে সয়াবিন, পাম এবং সূর্যমুখী তেলের দাম কমেছে লিটারে ৫- ২০ রুপি পর্যন্ত। তবে কমেনি সরিষা তেলের দাম।
কিছুদিন আগেই ভারতে কমেছে জ্বালানি তেলের দাম। একদিকে পেট্রোল প্রতি লিটারে কমানো হয়েছে ৫ টাকা এবং আরেকদিকে ডিজেল ও আবগারি শুল্ক কমানো হয়েছে ১০ টাকা।
এদিকে ভারতের কেন্দ্রীয় খাদ্যসচিব শুধাংশু পান্ডে বলেছেন, খারাপ সময় অতিক্রম করে এসেছে ভারত। শুল্ক এবং মজুত কমানোর ফলে ভোজ্যতেলের দাম অনেকটাই কমেছে। এছাড়াও গৃহস্থালির নিত্যপ্রয়োজনীয় তেলের মূল্য হ্রাস করতে এবং জনগণকে স্বস্তি দেওয়ার লক্ষ্যে আগামী বছরের ১ মার্চ পর্যন্ত আমদানিকারক এবং রফতানিকারক তেল ব্যবসায়ীদের পণ্য মজুতের সীমা ভারত সরকার নির্ধারণ করে দিয়েছে। শুধু তাই নয় ভোজ্যতেলগুলোর ওপর কৃষিসেচ এবং সাধারণ শুল্কও কমানো হয়েছে।
ভোরের পাতা/কে