প্রকাশ: শনিবার, ৬ নভেম্বর, ২০২১, ১২:৪৯ পিএম | অনলাইন সংস্করণ
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠকের পরও ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ডাকা পণ্য পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেননি ট্রাক-কাভার্ডভ্যান মালিক-শ্রমিক সমিতির নেতারা। তারা বলছেন, জ্বালানি তেলের দাম কমানো না হলে ধর্মঘট প্রত্যাহার করা হবে না।
শনিবার (০৬ নভেম্বর) দুপুরে ধর্মঘট ইস্যুতে আলোচনা করতে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসায় যান মালিক-শ্রমিক সমিতির নেতারা।
ট্রাক-কাভার্ডভ্যান শ্রমিক-মালিক ফেডারেশনের অতিরিক্ত মহাসচিব আব্দুল মোতালেব জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলে তাদের দাবির বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। দাবি মানা হলে ধর্মঘট প্রত্যাহার করা হবে বলেও জানান তিনি।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সারা দেশে গতকাল শুক্রবার থেকে শুরু হওয়া পরিবহন ধর্মঘটে দুর্ভোগ বেড়েছে মানুষের। গতকালের মতো আজ শনিবারও সড়কে চলছে না পণ্য পরিবহনে নিয়োজিত ট্রাক-কাভার্ডভ্যান। বাস চলাচলও বন্ধ থাকায় মানুষ প্রাইভেটকার, বাইক, সিএনজি অটোরিকশা ও রিকশায় যাতায়াত করছেন। এ সুযোগে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে।
ভোরের পাতা/কে