প্রকাশ: শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১, ১১:২৯ পিএম | অনলাইন সংস্করণ
জননেত্রী শেখ হাসিনা যেভাবে বাংলাদেশকে তার কাজের মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তা ইতোমধ্যে বিশ্বের অনেক জায়গা থেকে তার স্বীকৃতি এসেছে। সম্প্রতি সময়ে জলবায়ু সম্মেলনে তিনি যেভাবে স্পষ্টভাষায় যে কথাগুলো বলেছেন এই কারণে বিশ্বব্যাপী তাকে আবার নতুন করে গুরুত্ব দিচ্ছে। একজন বাংলাদেশি হিসবে এবং তার নেতৃত্বে একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমরা নিজেদেরকে গউরবান্মিত মনে করি। ২০০৯ সাল থেকে শেখ হাসিনার নেতৃত্বের সরকারের ধারাবাহিকতা থাকার কারণে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ব্যাপক প্রয়াস পাওয়া গেছে। ২০০৯ থেকে ২০২১- এ ১২ বছরে দেশের প্রতিটি সেক্টরে অভাবনীয় উন্নতি ও সাফল্যমণ্ডিত হয়েছে।
দৈনিক ভোরের পাতার নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপের ৫১৪তম পর্বে শুক্রবার (৫ নভেম্বর) এসব কথা বলেন আলোচকরা। ভোরের পাতা সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের নির্দেশনা ও পরিকল্পনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- সংসদ সদস্য, স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস এন্ড রেডক্রিসেন্ট সোসাইটিজের গভর্নিংবডির সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, জার্মান আওয়ামী লীগের সিনিয়র নেতা, বাংলাদেশ কালচারাল অ্যাসোসিয়েশনের সভাপতি মায়েদুল ইসলাম তালুকদার বাবুল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক তথ্য সচিব নাসির উদ্দিন আহমেদ।
শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, আমি প্রথমেই ভোরের পাতার সম্পাদক ড. কাজী এরতেজা হাসান সাহেবকে ধন্যবাদ জানাতে চাচ্ছি, কারণ একমাত্র তার একান্ত প্রচেষ্টায় ভোরের পাতা সংলাপ বাংলাদেশের নানা ইস্যু নিয়ে ধারাবাহিকভাবে ফেসবুক লাইভ অনুষ্ঠান করে যাচ্ছে। আজকে জননেত্রী শেখ হাসিনা যেভাবে বাংলাদেশকে তার কাজের মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তা ইতিমধ্যে বিশ্বের অনেক জায়গা থেকে তার স্বীকৃতি এসেছে। সম্প্রতি সময়ে জলবায়ু সম্মেলনে তিনি যেভাবে স্পষ্টভাষায় যে কথাগুলো বলেছেন এইকারণে বিশ্বব্যাপী তাকে আবার নতুন করে গুরুত্ব দিচ্ছে। একজন বাংলাদেশি হিসবে এবং তার নেতৃত্বে একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমরা নিজেদেরকে গৌরবান্বিত মনে করি। আমরা সবসময় বলি যে আমরা অহঙ্কার করি আমাদের একজন শেখ হাসিনা আছেন বলেই আমরা নিজেদের গর্বিত মনে করি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকার পরিচালনায় অসম দক্ষতার পরিচয় দিয়ে বাংলাদেশকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছেন। বিশ্বের অনেক বড় বড় দেশের দৃষ্টি এখন বাংলাদেশের দিকে। বাংলাদেশ আগামীতে বিশ্বে নতুন উদাহরণ সৃষ্টি করতে যাচ্ছে যেটা আগে ধারণা ছিল সেটা আজ বাস্তবে প্রমাণিত হচ্ছে। আন্তর্জাতিক মিডিয়াতে বাংলাদেশ বিষয়ে এই আগ্রহের কারণও বিগত ১২ বছরের ইতিবাচক দেশ পরিচালনা। বিশ্ব মানচিত্রে বাংলাদেশ এখন উন্নয়ন আর অগ্রগতির রোল মডেল। বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্যের তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যম বিশেষজ্ঞরা বলেছেন, দক্ষিণ এশিয়ায় অন্যান্য নারী নেত্রীরা যা পারেননি বাংলাদেশে শেখ হাসিনা তা পেরেছেন। তিনি পিতার ঘাতকদের বিচার এবং দণ্ড নিশ্চিত করেছেন। যার দৃষ্টান্ত ইতিহাসে প্রায় বিরল। তিনি সকল বাধা অতিক্রম করে যুদ্ধাপরাধীদের বিচার করেছেন। তার দূরদর্শী নেতৃত্বের ফলেই আজ এক সময়ের দুর্যোগের দেশ হিসেবে পরিচিত বাংলাদেশ এখন সমৃদ্ধির পথে সাবলীল গতিতে এগিয়ে চলেছে। বিশ্বে বাংলাদেশ এখন রোল মডেল। পাশাপাশি দক্ষ হাতে রাষ্ট্র পরিচালনা করে শেখ হাসিনা দেশের মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছেন। কিন্তু তাঁর এই দীর্ঘপথ মোটেই মসৃণ ছিলো না, ছিলো কণ্টকাকীর্ণ। আর এই সংগ্রামে শেখ হাসিনাকে কমপক্ষে ২১ বার হত্যাচেষ্টা চালানো হয়েছে। তার সাহস, প্রজ্ঞা, মমত্ববোধ, ধৈর্য, দূরদর্শিতা ও সব ধরনের প্রতিকুলতার সঙ্গে যুদ্ধ করে সাফল্য অর্জনের ক্ষেত্রে তিনি কেবল বাংলাদেশে নয়, বিশ্বে অতুলনীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি বাংলাদেশের ভবিষ্যতের জন্য উৎসর্গ করেছেন নিজের বর্তমান। তিনি আছেন বলেই বাংলাদেশ আজ তার বলিষ্ঠ নেতৃত্বের ফলে বাংলাদেশ তার অভীষ্ট লক্ষের দিকে এগিয়ে যাচ্ছে।