প্রকাশ: শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১, ১১:৫৩ এএম | অনলাইন সংস্করণ
শুক্রবার সকাল থেকে রাজধানীতে চোখে পড়ছে না গণপরিবহন। আর রিকশা-অটোরিকশা পাঠাও মোটরসাইকেল পাওয়া গেলেও ভাড়া গুনতে হচ্ছে কয়েকগুন বেশি।
জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার কারণে শুক্রবার সকাল থেকে বাস-ট্রাক মালিক সমিতির পক্ষ থেকে অবরোধ ডাকা হয়েছে। আর এর পরিপ্রেক্ষিতে রাজধানীতে সাধারণ মানুষকে পড়তে হয়েছে চরম ভোগান্তিতে।
এদিকে প্রায় সব ছুটির দিনেই নিয়োগ পরীক্ষা থাকে। সারাদেশে থেকে আগের দিন পরীক্ষার্থীরা এ পরীক্ষা দেওয়ার জন্য ছুটে আসেন ঢাকায়। আজ সকালে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য বের হয়ে রাস্তায় তেমন যানবাহন না থাকায় তারা ভোগান্তিতে পড়েছেন।
পরিসংখ্যান ব্যুরোতে পরীক্ষা দিতে সিলেট থেকে বৃহস্পতিবার রাতে ঢাকায় এসেছেন কাউসার আহমেদ। সকালে উত্তরা থেকে মিরপুরে যাবেন। কিন্তু এক ঘণ্টা দাঁড়িয়েও কোনো গাড়ি পাচ্ছিলেন না। তাই বাধ্য হয়ে হেঁটেই রওনা হলেন।
সিএনজিতে করে এক যাত্রী উত্তরা থেকে গুলিস্তান যাওয়ার পথে বলেন, আমি প্রতিদিন ৩৫ টাকায় বাসে গুলিস্তানে যাই। আজ ২০০ টাকায় শেয়ারে গুলিস্তান যেতে হচ্ছে। তারপরও আধা ঘণ্টারও বেশি সময় অপেক্ষা করতে হয়েছে।
প্রসঙ্গত, গত বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের একটি গেজেটে লিটার প্রতি ১৫ টাকা বাড়ানো হয়েছে ডিজেল ও কেরোসিনের দাম।