চলমান টি-২০ বিশ্বকাপে সপ্তম আসরের সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে নিজেদের মহা গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলংকার বিপক্ষে মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ।
বৃহস্পতিবার (০৪ নভেম্বর) আবু ধাবিতে বাংলাদেশ সময় রাত ৮ টায় মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলংকা। এর আগে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন উইন্ডিজ অধিনায়ক কাইরন পোলার্ড।
সুপার টুয়েলভে নিজেদের চতুর্থ ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের প্রতিপক্ষ শ্রীলংকার কাছে ম্যাচটি একেবারেই নিয়ম রক্ষার। টানা তিন ম্যাচে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে আগেই ছিটকে গেছে লংকানরা।
অন্যদিকে গ্রুপ-১ থেকে সেমিফাইনালের দৌঁড়ে টিকে থাকতে হলে এ ম্যাচে ক্যারিবীয়দের সামনে জয়ের কোন বিকল্প নেই। পরাজয় মানেই টুর্নামেন্ট থেকে বিদায় নেয়া।
টি-২০তে ১৪ বার মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলংকা। দু’দলের জয় সমান ৭ বার করে। বিশ্বকাপে মঞ্চে সাতবার দেখা হয় তাদের। লংকানদের জয় পাঁচবার। ওয়েস্ট ইন্ডিজের জয় দু’বার।
ওয়েস্ট ইন্ডিজ: কাইরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান, আকিল হোসেইন, ডোয়াইন ব্রাভো, রোস্টন চেজ, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, এভিন লুইস, ওবেদ ম্যাককয়, লেন্ডল সিমন্স, রবি রামপল, আন্দ্রে রাসেল, ওশানে থমাস, হেডেন ওয়ালস জুনিয়র।
শ্রীলংকা: দাসুন শানাকা (অধিনায়ক), কুশল পেরেরা, দীনেশ চান্দিমাল, ধনাঞ্জয়া ডি সিলভা, পাথুম নিশাঙ্কা, চারিথ আসালঙ্কা, আভিস্কা ফার্নান্দো, ভানুকা রাজাপাকশে, চামিকা করুনারত্নে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুশমন্থ চামিরা, লাহিরু কুমারা, মাহেশ থিকসানা, বিনুরা ফার্নান্দা ও আকিলা ধনাঞ্জয়া।
ভোরের পাতা/অ