বঙ্গবন্ধুর উচ্চতা আসমান সমান: ড. কলিমউল্লাহ
প্রকাশ: বুধবার, ৩ নভেম্বর, ২০২১, ১:০৭ পিএম | অনলাইন সংস্করণ
মুজিব শতবর্ষ উপলক্ষ্যে আজ সোমবার (০১ নভেম্বর) জুমে অনুষ্ঠিত আলোচনা সভায় জানিপপ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও অনুষ্ঠানের সভাপতি হিসেবে সংযুক্ত ছিলেন। সভাপতির বক্তব্যে প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, বঙ্গবন্ধুর উচ্চতা আসমান সমান।
আজকের আলোচনায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম মুর্শিদ।
মুজিব শতবর্ষ উপলক্ষ্যে জুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও বঙ্গবন্ধু গবেষক ড. জেবউননেছা। তিনি বলেন, জানিপপ এর উদ্যোগের মাধ্যমে বঙ্গবন্ধু সম্পর্কে গবেষণা করার নতুন মাত্রা সংযোজিত হবে। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে শিক্ষা ক্যাডারের সহযোগী অধ্যাপক আবু সালেক খান এবং রংপুর মহিলা আওয়ামীলীগের সভাপতি মোসাঃ আর্জিনা খানম। অধ্যাপক খান বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বিভিন্ন প্রবন্ধের উপর আলোকপাত করেন। এছাড়াও তিনি বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণা করার পরিকল্পনা পেশ করেন।
অন্যদিকে মোসাঃ খানম বলেন, নারীর ক্ষমতায়নে বঙ্গবন্ধু কন্যা নিরলসভাবে কাজ করছেন। এছাড়াও তিনি বলেন, জানিপপ এর উদ্যোগ প্রশংসার দাবি রাখে। আজকের অনুষ্ঠানের গেস্ট অব অনার ছিলেন ওয়েস্টার্ণ সিডনী ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়া থেকে ড. তানভীর ফিত্তীণ আবীর।
তিনি বলেন, বঙ্গবন্ধু উপর গবেষণার মাধ্যমে দেশকে সুচারুরূপে পরিচালনা করার দিকনির্দেশনা পাওয়া সম্ভব। আজকের আলোচনায় মূখ্য আলোচক হিসেবে সংযুক্ত ছিলেন রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা এর সহযোগী অধ্যাপক, বিভাগীয় প্রধান ও ডেইলি প্রেসওয়াচ সম্পাদক দিপু সিদ্দিক। তিনি বলেন, আমাদের উচিত বঙ্গবন্ধুর মত মানুষকে মন থেকে ভালবাসা। এছাড়াও তিনি জানিপপ-এর উদ্যোগকে স্বাগত জানান।
আজকের আলোচনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য উপস্থাপন করেন রংপুর থেকে আফসানা করিম, জনতা ব্যাংক কুমিল্লাস্থ চান্দিনা শাখার কর্মকর্তা মোঃ খোরশেদ আলম এবং নীলফামারী জলঢাকা থেকে পিএইচ.ডি গবেষক ফাতেমা তুজ জোহরা লিমা।
আজকের আলোচনায় অন্যান্যদের মধ্যে সংযুক্ত ছিলেন সোনালী ব্যাংকের কর্মকর্তা ইএন রুমা এবং স্যাপ- বাংলাদেশের নির্বাহী কমিটির সদস্য মোঃ জহুরুল ইসলাম।