প্রকাশ: মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১, ৪:৫৭ পিএম | অনলাইন সংস্করণ
আফগানিস্তানের রাজধানী কাবুলে দেশটির সামরিক বাহিনী সবচেয়ে বড় হাসপাতালে জোড়া বিস্ফোরণের পর বন্দুক হামলায় কমপক্ষে ১৯ জন নিহত ও আরও ৪৮ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (০২ নভেম্বর) তালেবানের একজন নিরাপত্তা কর্মকর্তা কাবুলের হাসপাতালে হামলায় প্রাণহানির এই তথ্য নিশ্চিত করেছেন।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র কারি খোস্তি বলেছেন, কাবুলের প্রাণকেন্দ্রের সরদার মোহাম্মদ দাউদ খান হাসপাতালের প্রবেশদ্বারে জোড়া বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের পর ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
ইসলামিক আমিরাতের উপমুখপাত্র বিলাল কারিমি বলেন, প্রথম বিস্ফোরণটি ঘটে সরদার মুহাম্মদ দাউদ খান হাসপাতালের সামনে। দ্বিতীয় বিস্ফোরণটিও হাসপাতালের কাছাকাছি এলাকায় হয়েছে। সেখান থেকে গুলির শব্দও শোনা গেছে।
ভোরের পাতা/কে