প্রকাশ: মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১, ৩:৪১ পিএম | অনলাইন সংস্করণ
টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে প্রথম ৩ ম্যাচ হেরে সেমিফাইনালের দৌড় থেকে প্রায় ছিটকে গেছে বাংলাদেশ। তবে এখনো সব শেষ হয়ে যায়নি। বেশ কিছু সমীকরণের ওপর নির্ভর করছে টাইগারদের সেমিফাইনাল স্বপ্ন।
সেমির দৌড়ে টিকে থাকতে হলে আজকের ম্যাচ বাংলাদেশকে জিততেই হবে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা।
সাকিব আল হাসান ছিটকে যাওয়ায় এ ম্যাচে বাংলাদেশ দলে এক পরিবর্তন নিশ্চিত ছিল। তার জায়গায় নেয়া হয়েছে আরেক বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে। এছাড়া মুস্তাফিজুর রহমানের জায়গায় দলে ঢুকেছেন শামীম পাটোয়ারি।
সেমিফাইনালের দৌঁড় থেকে ছিটকে পড়ার দ্বারপ্রান্তে থাকলেও পরাজয়ের বৃত্ত থেকে বেড়িয়ে আসতে চায় বাংলাদেশ ক্রিকেট দল। আবু ধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।
এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-২০ ফরম্যাটে ছয়টি ম্যাচ খেলে সবকটিতেই পরাজিত হয়েছে বাংলাদেশ। ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে প্রোটিয়াদের বিপক্ষে জয়ের খরা কাটাতে ২০১৭ সালের পর প্রথমবারের মতো টেম্বা বাভুমার দলের মুখোমুখি হবে টাইগাররা।
বাংলাদেশ একাদশ: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, শামীম পাটোয়ারি, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, শেখ মাহেদি হাসান, তাসকিন আহমেদ।
ভোরের পাতা/অ