দেশে বিনিয়োগ করতে কী ধরনের সমস্যায় পড়তে হয় প্রবাসীদের কাছে তা জানতে চেয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রবাসীদের জন্য বিশেষ ব্যবস্থা করা আছে। তারপরও আপনারা যখন বলছেন, তাহলে আমাকে একটু জানাবেন, কে কে কোথায় কোন ক্ষেত্রে বিনিয়োগ করতে গিয়ে সমস্যায় পড়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, অবশ্যই আমি তা তদন্ত করে দেখবো, কি সমস্যা হয়েছিল, কেন হলো, কেন পারলেন না। এটাতো না পারার কথা না।
বিনিয়োগ করার ক্ষেত্রে সমস্যা থাকলে তা দূর করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হবে জানিয়ে সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিনিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের অসুবিধা হবে না। বিদেশি বিনিয়োগের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা দিচ্ছি। এমনকি আমরা রোড-শোও করছি।
আওয়ামী লীগ সরকার সব সময় গণমুখী উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তারা সব সময় দেশ ও জনগণের কল্যাণে কাজ করেন।
এসময় শেখ হাসিনা যথাযথ চ্যানেল ব্যবহার করে বিদেশ টাকা পাঠানোর ক্ষেত্রে প্রবাসী বাংলাদেশিদের জন্য তার সরকার প্রবর্তিত ২ শতাংশ প্রণোদনার কথাও উল্লেখ করেন।
ভোরের পাতা/অ