প্রকাশ: মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১, ২:১১ এএম | অনলাইন সংস্করণ
জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন, যথেষ্ট হয়েছে বলার সময় এসেছে। জীববৈচিত্রে নৃশংসতা যথেষ্ট হয়েছে। কার্বন দ্বারা আমাদের নিজেদের হত্যা করা যথেষ্ট হয়েছে। প্রকৃতিকে বাথরুমের মতো ব্যবহার যথেষ্ট হয়েছে। আরও গভীরে যেতে খনন ও পোড়ানো যথেষ্ট হয়েছে। আমরা নিজেরা নিজেদের কবর খুঁড়ছি।
সোমবার (১ নভেম্বর) স্কটল্যান্ডের গ্লাসগোতে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। খবর: বিবিসি
সম্মেলনে জড়ো হওয়া বিশ্বনেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিব বলেন, জীবাশ্ম জ্বালানির প্রতি আমাদের আসক্তি মানবতাকে খাদের কিনারায় নিয়ে যাচ্ছে। হয় আমাদের এটি থামাতে হবে নয়ত তা আমাদের থামিয়ে দেবে।
তিনি বলেন, মানবতাকে বাঁচাতে ও পৃথিবীকে রক্ষায় কপ-২৬ জলবায়ু সম্মেলনকে অবশ্যই উদ্যোগ নিতে হবে।
জলবায়ু বিপর্যয় এড়ানোর আহ্বানের মধ্য দিয়ে স্কটল্যান্ডের গ্লাসগোতে শুরু হয়েছে ঐতিহাসিক কপ২৬ জলবায়ু সম্মেলন। এ সম্মেলনে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে বৈশ্বিক উষ্ণায়ন কমিয়ে আনার ওপর জোর দেওয়া হচ্ছে। সম্মেলনে অংশ নিচ্ছেন প্রায় ২০০টি দেশের প্রতিনিধিরা।