মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১০ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
উইন্ডিজকে বড় ব্যবধানে হারাল প্রোটিয়ারা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১, ৭:৪৭ পিএম | অনলাইন সংস্করণ

ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিল দক্ষিণ আফ্রিকা। ক্যারিবীয়দের বিপক্ষে ১৪৪ রানের টার্গেট তাড়া করতে নেমে ১০ বল হাতে রেখেই ৮ উইকেটের বড় জয় পায় প্রোটিয়ারা। 

চ্যাম্পিয়নদের টানা দ্বিতীয় হার উপহার দিয়ে ম্যাচটি তারা জিতেছে ৮ উইকেট আর ১০ বল হাতে রেখে। চলতি বিশ্বকাপে এটি দক্ষিণ আফ্রিকার প্রথম জয়।

শুরুটা ভালো হয়নি দক্ষিণ আফ্রিকার। দলীয় ৪ রানের মাথায় রান আউটের ফাঁদে পড়ে বিদায় নেন অধিনায়ক টেম্বা বাভুমা। এরপর জুটি গড়েন রেজা হেন্ডরিকস ও ফন ডার ডুসেন। হেন্ডরিকস ফিরে যান ৩০ বলে ৩৯ রান করে। তবে অন্য প্রান্তে রানের চাকা সচল রাখেন ডুসেন। এইডেন মার্করমকে সঙ্গে নিয়ে বড় জুটি গড়েন তিনি। 

এই জুটিই ধীরে ধীরে জয়ের বন্দরে নিয়ে যায় প্রোটিয়াদের। ক্যারিবিয় বোলারদের হতাশ করে জয় তুলে নেয় তারা। ফন ডার ডুসেন অপরাজিত থাকেন ৪৩ রানে। এছাড়া মার্করম ২৬ বলে ৫১ রান নিয়ে অপরাজিত থাকেন। 

এর আগে টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৩ রান করে ক্যারিবিয়রা।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ক্যারিবিয়ান ওপেনার এভিন লুইস ও লেন্ডল সিমন্সের ব্যাটে ভর করে দারুণ সূচনা পায় ওয়েস্ট ইন্ডিজ। সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ধীরে হলেও পরে রান তোলার গতি বাড়িয়ে দেন এই দুই ব্যাটসম্যান। প্রোটিয়া বোলারদের শাসন করে ফিফটি তুলে নিয়েছেন এভিন লুউস। লু্‌ইস ব্যাট হাতে তাণ্ডব চালালেও অন্য প্রান্তে ধীরগতিতে রান তুলছেন সিমন্স। ৩৫ বলে ৫৬ রান করে ফিরে যান তিনি।

সিমন্স ফেরার পর বেশিদূর যেতে পারেননি নিকোলাস পুরান। ব্যাট হাতে তিনি করেন ৭ বলে ১২ রান। এছাড়া ওপেনিংয়ে নামা সিমন্স অনেকটা ধীর গতিতে খেলেন। ব্যাট হাতে তিনিও আশা জাগাতে পারেননি। ৩৫ বল খেলে তিনি করেছেন ১৬ রান।

এরপর ভালো জুটি গড়ার আভাস দেন ক্যারিবিয়ান ব্যাটিং বিস্ময় ক্রিস গেইল এবং কাইরন পোলার্ড। দুজনই বড় শট খেলতে থাকেন। কিন্তু প্রোটিয়াদের বোলারদের চতুরতায় সুবিধা করতে পারেননি গেইল ফিরে গেছেন ১২ বলে ১২ রান করে। প্রিটোরিয়াসের বলে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি।

ক্রিজে নেমে থিতু হতে পারেননি হার্ড হিটার আন্দ্রে রাসেলও। ৫ রান করেই ফিরে যেতে হয় তাকে। তবে দলকে এগিয়ে নিতে থাকেন পোলার্ড। তার সংগ্রহ ২০ বলে ২৬ রান। শেষ দিকে প্রিটোরিয়াসের দারুণ বোলিংয়ে খেই হারিয়ে ফেলে ক্যারিবিয়রা। ফলে ১৪৩ রানেই থেমে যায় ক্যারিবিয়দের ইনিংস।  

প্রোটিয়াদের হয়ে প্রিটোরিয়াস নেন ৩টি উইকেট। এছাড়া কেশভ মহারাজ নেন ২টি উইকেট। এছাড়া কাগিসো রাবাদা ১টি, নর্টজে নেন ১টি করে উইকেট।  

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। উইকেট ও আবহাওয়ার কথা বিবেচনা করে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় প্রোটিয়ারা।  

এই ম্যাচে দুই দলই একটি করে পরিবর্তন নিয়ে মাঠে নামে। ব্যক্তিগত কারণে নিজেকে সরিয়ে নিয়েছেন কুইন্টন ডি কক। তার জায়গায় নেওয়া হয়েছে রেজা হেন্ডরিকসকে। অন্যদিকে ওবেদ ম্যাকয়কে বসিয়ে হেইডেন ওয়ালশকে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।



ভোরের পাতা/কে 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]