প্রকাশ: মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১, ৭:২৪ পিএম | অনলাইন সংস্করণ
মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী পরিবর্তনের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে ওই ইউনিয়নের শতাধিক নারীপুরুষ ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিল করে। পরে বেলা সাড়ে বারোটার দিকে মানিকগঞ্জ শহীদ রফিক সড়কে প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে।
বিক্ষোভকারীদের দাবী, বর্তমান চেয়ারম্যান মতিন মোল্লা নিজ এলাকার ভোটারদের নাগরিক সুবিধার নামে হয়রানী, ওয়ার্ড আওয়ামীলীগের নেতাকর্মীদের অসহযোগীতাপূর্ণ আচরন, সরকারী জায়গায় দখল করিয়ে দেবার কথা বলে কয়েক লক্ষ টাকা আত্মসাৎ, ইউনিয়নের প্রধান সড়কের উন্নয়ন কাজে অবহেলা, বিএনপি ও জামাতের লোকদের বরাদ্দ দিয়ে ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা, জমি পরিমাপের কথা বলে অর্থ আত্মসাৎ, রাস্তা বের করার নামে অর্থনৈতিক সুবিধা, টাকার বিনিময়ে বিচার সালিশ, ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স প্রদানে দুই থেকে তিন গুন টাকা হাতিয়ে নেওয়াসহ নানা অভিযোগ তুলে তার প্রার্থীতা বাতিলের দাবী জানান।
মানববন্ধনে জেলা ছাত্রলীগের সাবেক নেতা মিজান মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন দিঘী ইউনিয়ন ৪নং ওয়ার্ডের সভাপতি মো. আজহার আলী, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, সাবেক ইউপি সদস্য আব্দুল মালেক ও মো. সবজেল হোসেন, আওয়ামী লীগ নেতা মো. সায়েদুর রহমান, মফেজ উদ্দিন পীর ও শাহনাল পীর প্রমুখ।
এসময় বক্তারা দলীয় নেতাকর্মী মনোনয়নপত্র যাচাইবাছাই কমিটির ভুল সিদ্ধান্তের কারনে এ অনিয়ম হয়েছে বলেও দাবী জানান। এলাকার উন্নয়নের স্বার্থে ওই প্রার্থীকে পরিবর্তন করে আওয়ামী লীগের একজন গ্রহণযোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেওয়ার দাবী জানান তারা।
এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী আব্দুল মতিন মোল্লা বলেন, বিরোধী প্রার্থীরা বহিরাগতদের নিয়ে নানা বিশৃঙ্খলার পায়তারার অংশ হিসেবে এই বিক্ষোভ করেছে। দলীয় নেতাকর্মীরা যাকে ভালো মনে করেছেন, তাদেরকে প্রার্থী ঘোষনা করেছেন। কারন দলের সিদ্ধান্তই চূড়ান্ত। আজকে যারা আমার বিরুদ্ধে মিটিং মিছিল করছেন, তারা আওয়ামী লীগের ভাবমুর্তি নষ্ট করতে চাইছে। বিষয়টি কেন্দ্রীয় নেতাকর্মীদের জানানো হবে।
উল্লেখ্য, তৃতীয় ধাপে মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।