প্রকাশ: মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১, ৬:২৬ পিএম | অনলাইন সংস্করণ
করোনাকালে উর্ধ্বমূখী সংক্রমণের মধ্যেই একদিনে বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন আরও ১৮২ জন রোগী। এ নিয়ে দেশে সর্বমোট ২২ হাজার ৮৭০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে।
মঙ্গলবার (২৬ অক্টোবর) সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
কন্ট্রোল রুমের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সারাদেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ১৯০ জন ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৪১ জন ঢাকার বাইরের এবং বাকি ১৪১ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৪১ জনে। ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৬৮৭ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৫৪ জন।
এরআগে সোমবার (২৫ অক্টোবর) একদিনে বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন আরও ১৯০ জন রোগী।
ভোরের পাতা/কে