প্রকাশ: মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১, ৩:২৮ পিএম আপডেট: ২৬.১০.২০২১ ৩:৩১ পিএম | অনলাইন সংস্করণ
টানা ২২ দিন পর সোমবার (২৫ অক্টোবর) দিনগত রাতে ইলিশ ধরতে সাগরের উদ্দেশে যাত্রা শুরু করেছেন বরগুনার প্রায অর্ধলক্ষ জেলেরা।
এ নিয়ে আনন্দমুখর পরিবেশ তৈরি হয়েছে বরগুনার পাথরঘাটা মৎস অবতরণ কেন্দ্রের ট্রলার ঘাটে।
মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা মেনে ২২ দিন সাগরে যেতে পারেননি জেলেরা।
এ সময় তালিকা অনুযায়ী বরগুনার জেলেদের ২০ কেজি করে চাল বিতরণ করা হয়।এখন নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ায় সাগরে যাত্রা শুরু করছেন তারা।
জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, জেলায় মোট জেলে রয়েছেন প্রায় ৭০ হাজারের মতো।
এর মধ্যে নিবন্ধিত ৩৭ হাজার ৭৪ জন জেলেকে সহায়তা দেওয়া হয়েছে। মধ্যরাত থেকেই তারা সাগরের উদ্দেশে রওয়ানা হবেন।
জেলা মৎস কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, বরগুনা জেলায় ৭৪১ মেট্রিক টন চাল জেলেদের মাঝে বিতরণ করা হয়েছে।
ভোরের পাতা/অ