প্রকাশ: মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১, ১:০৯ পিএম | অনলাইন সংস্করণ
চীন থেকে আজ সিনোফার্মের আরও দেড় লাখ ডোজ টিকা আসছে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় টিকার চালানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে সরকারকে শুভেচ্ছা উপহার (অনুদান) হিসেবে সিনোফার্মের এ টিকা দেওয়া হচ্ছে।
চলতি বছর ১২ মে প্রথমবার চীন সরকারে দেয়া উপহার হিসেবে ৫ লাখ ডোজ টিকা আসে বাংলাদেশে। এর বাইরে দেশটি থেকে ৩ কোটি ডোজ টিকা কেনার চুক্তিতে এ পর্যন্ত সিনোফার্মের টিকা এসেছে প্রায় আড়াই কোটি ডোজ।
বৈশ্বিক মহামারি করোনা নিয়ন্ত্রণে দেশের সব মানুষকে টিকার আওতায় নিয়ে আসতে নানা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। এরইমধ্যে দেশের ৪ শতাংশেরও বেশি মানুষের দুই ডোজ টিকা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি অব্যাহত আছে টিকা প্রদান নানা কর্মসূচিও।
বর্তমানে দেশে অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, মর্ডানা এবং সিনোফার্মের টিকা প্রদান করা হচ্ছে।
উল্লেখ্য, সোমবার (২৫অক্টোবর) পর্যন্ত ৬ কোটি ১৪ লাখ ৮৯ হাজার ৭৫৩ জনকে টিকাদান করা হয়। তাদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৪ কোটি ৬২ লাখ ৭ হাজার ৬৮৮ জন ও দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ কোটি ৮ লাখ ৬২ হাজার ৬৫ জন।
ভোরের পাতা/অ