এর আগে ওই এলাকায় সমন্বিত অভিযান চালায় মালয়েশিয়ার অভিবাসন বিভাগ, রয়্যাল মালয়েশিয়ান পুলিশ (পিডিআরএম), ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট (জেপিএন) ও মালয়েশিয়ান সিভিল ডিফেন্স ফোর্স (এপিএম)।
অভিযানে মোট ২৫৪ বিদেশি কর্মীকে আটক করে তাদের কাগজপত্র যাচাই করা হয়। এরপর অভিবাসন আইনের অধীনে বিভিন্ন অপরাধে জড়িত থাকায় গ্রেফতার করা হয় ২১৩ জন নির্মাণ শ্রমিককে।
এদের ১৭২ জন বাংলাদেশি, ইন্দোনেশিয়া ২০, পাকিস্তান ১০, ভিয়েতনাম ছয়, ভারত তিন এবং মিয়ানমারের দুইজন নাগরিক রয়েছেন।
ভোরের পাতা/কে