সোমবার ২৫ নভেম্বর ২০২৪ ৯ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
১ ঘন্টার জন্য উপজেলা চেয়ারম্যান হলেন স্কুল ছাত্রী!
তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ অক্টোবর, ২০২১, ৬:৩৪ পিএম আপডেট: ২০.১০.২০২১ ৬:৪২ পিএম | অনলাইন সংস্করণ

বরগুনার তালতলী উপজেলা পরিষদে ১ ঘন্টার জন্য প্রতীকি উপজেলা চেয়ারম্যান হলেন মাঈসা জাহান মেমি নামে এক স্কুল ছাত্রী। উপজেলাকে নারী বান্ধব করতে ও নারীর প্রতি সহিংসতা রোধে সুপারিশমালা তুলে ধরেন প্রতীকি দায়িত্ব পাওয়া ওই উপজেলা চেয়ারম্যান।

বুধবার (২০ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা চেয়ারম্যান রেজবি-উল-কবিরের কাছ থেকে ১ ঘন্টার জন্য দায়িত্ব বুঝে নেন  স্কুল ছাত্রী।

জানা গেছে, প্রতীকি চেয়ারম্যান হওয়া স্কুল ছাত্রী মাঈসা জাহান মেমি তালতলী সরকারী মডেল মাধ্যমিক  বিদ্যায়লের ১০ম শ্রেনীর ছাত্রী এবং সে ন্যাশনাল চিল্ড্রেন টান্সফোর্স (এনসিটিএফ) উপজেলা শাখার শিশু সাংবাদিক ।

কন্যা শিশু দিবস উপলক্ষে নারী ক্ষমতায়নের জন্য বেসরকারী সংস্থা প্লান ইন্টারন্যাশনাল ও ন্যাশনাল চিল্ড্রেন টান্সফোর্স (এনসিটিএফ) উদ্যোগ এ কার্যক্রম শুরু হয়। 

পরে প্রতীকি উপজেলা চেয়ারম্যান কাছে বাল্যবিবাহ, নারী নির্যাতন ও নিপীড়নসহ নারী সহিংসতা রোধে আলোচনা করা হয়। 

এছাড়াও তালতলীতে শিশুদের জন্য একটি শিশু পার্ক, শুভসন্ধা সমদ্র সৈকতের সী বিচে শিশুদের একটি ইকোপার্ক স্থাপনের প্রস্তাব দেন। প্রতীকি দায়িত্ব পাওয়া চেয়ারম্যান ওই স্কুল ছাত্ররীর সুপারিশ সমূহ আমলে নেয়ার আশ্বাস দিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজবি-উল-কবির বলেন,নারীর অবদান এখন দেশের গুরুত্বপূর্ণ স্থানে।

আজ বিশ্বে নেতৃত্ব দিচ্ছে নারীরা। আজকের তরুণ প্রজন্ম ও নারীরাই একদিন দেশের উন্নয়নে কাজ করবে। আমরা নারী বান্ধব উপজেলা ও নারীর সংহিংসতা রোধে কাজ করবো এবং স্কুল ছাত্রীর সকল সুপারিশ  আমরা বাস্তববায়ন করার চেষ্টা করবো।

প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহায়তায় বেসরকারি সংস্থা সিবিডিপি'র এ আয়োজনে এনসিটিএফ তালতলীর সভাপতি সাদিয়া জামান আনিয়ার সভাপতিত্বে ও সাহিদা খান জেসিকার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ন্যাশনাল চিল্ড্রেন টাস্কফোর্স কমিউনিটি বেজড ডেভেলপমেন্ট প্রজেক্ট‘র সিবিডিপি’র নির্বাহী পরিচালক মো: জাকির হোসেন মিরাজ। তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চন্দ্র, ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক গোলাম মাওলা, বড়বগী ইউনিয়নের সদস্য নজরুল ইসলাম খান, খালেদ মাসুদ,ইভা, প্রেসক্লাবের সহ-সভাপতি হাফেজ গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক মো.খাইরুল ইসলাম, সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, প্রেসক্লাব সদস্য মো. হাইরাজ মাঝি প্রমুখ। 

উক্ত অনুষ্ঠানে সমন্নয়কের দায়িত্বে ছিলেন তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহ শিক্ষক জিয়াউল হক রুবেল।

শিশু নির্যাতন, বাল্যবিয়ে ও নারী নির্যাতনের মতো ঘটনা নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে মাইসা। উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করে সে বলে, এ উপজেলার উন্নয়নই আমার স্বপ্ন। আমি নিজেই একজন শিশু। কিন্তু আমি এত বড় একটি দায়িত্ব পেয়েছি, সেজন্য গর্ববোধ করছি। দিনটি তার জীবনে স্মরণীয় হয়ে থাকবে বলে জানায় সে।



ভোরের পাতা/অ



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


আরও সংবাদ   বিষয়:  উপজেলা   চেয়ারম্যান   স্কুল ছাত্রী  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]