প্রকাশ: বুধবার, ২০ অক্টোবর, ২০২১, ৫:১৮ পিএম | অনলাইন সংস্করণ
ওমানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে ব্যাট হাতে যেমন ঝড় তুলেছেন, তেমনই আবার বল হাতে দারুণ নৈপুণ্য দেখিয়ে দলকে এবারের যাত্রায় রক্ষা করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। হয়েছেন ম্যাচ সেরাও।
তার এই সাফল্যের পরই সমালোচনার কড়া জবাব দিয়েছেন সাকিবপত্নী উম্মে আহমেদ শিশির।
নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করে শিশির লিখেছেন, এগুলো কেবলই তোমার মাইলফলক না, এগুলো তোমার ডেডিকেশন ও প্রতিশ্রুতির ফলাফল।
কাজগুলো কতটা কঠিন তা নিয়ে ভাবোনি এবং সবচেয়ে সমালোচিত মানুষ হওয়া সত্ত্বেও তুমি কখনও ভয় কিংবা অন্য কোনো পরিস্থিতিতে পিছিয়ে যাওনি৷ তোমার কাছে দেশ সবসময়ই প্রাধান্য পেয়েছে! তুমি তীরের মতোই সোজা।
বোলিং ঠিকঠাক থাকলেও অনেকদিন থেকেই ব্যাট হাতে নিজের ছায়া হয়ে ছিলেন সাকিব। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষেও ব্যাট হাতে ২০ রান করেছিলেন ২৮ বলের মোকাবিলায়। ইনিংসে বাউন্ডারি ছিল মাত্র ১টি।
ম্যাচটি বাংলাদেশ হেরে যায় ৬ রানে। ওই ম্যাচ হেরে যাওয়ায় বাংলাদেশ দল এমনকি প্রথম রাউন্ড থেকেই বাদ পড়ার শঙ্কাও পড়ে যায়।
স্কটিশদের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে কিন্তু সাকিব ৪ ওভারে মাত্র ১৭ রান খরচে ২ উইকেট তুলে নিয়েছিলেন। তারপরও ওই ব্যাটিংয়ের কারণেই প্রশ্নের মুখে পড়তে হয় তাকে।
কিন্তু ওমান ম্যাচেই চারে নেমে ৬ চারের সাহায্যে ২৯ বলে ৪২ রানের দারুণ এক ইনিংস উপহার দেন তিনি। ওপেনার নাঈম শেখের সঙ্গে তার ৮০ রানের জুটিই বাংলাদেশ ইনিংসের প্রাণ।
পরে বল হাতে ৪ ওভারে ২৮ রান খরচে সাকিব ৩ উইকেট নেন।
এর মধ্যে বিপজ্জনক হয়ে ওঠা ওমানি ওপেনার জতিন্দর সিংকে (৩৩ বলে ৪০ রান) বিদায় করে দলকে বড় ব্রেক থ্রু এনে দেন সাকিব।
পরে এমন দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সের সুবাদে ম্যাচ সেরাও নির্বাচিত হন তিনি। আইসিসির ইভেন্টে এই নিয়ে বাংলাদেশের সর্বশেষ ৫ জয়েই ম্যাচ সেরার পুরস্কার জিতলেন তিনি।
ভোরের পাতা/অ