প্রকাশ: বুধবার, ২০ অক্টোবর, ২০২১, ১২:১৪ পিএম | অনলাইন সংস্করণ
ভারত থেকে আসা পাহাড়ি ঢলের পানিতে গতকাল মঙ্গলবার রাত থেকে লালমনিরহাটে তিস্তা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বুধবার (২০ অক্টোবর) সকাল ৮টা থেকে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় দোয়ানীতে তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এতে করে তিস্তাপাড়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চর, দ্বীপচর ও তিস্তাপাড়ে নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলোতে পানি ঢুকতে শুরু করেছে। তলিয়ে যাচ্ছে ফসলি জমি, রাস্তা-ঘাট।
লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, উজান থেকে আসা পানি চাপ কমাতে খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারেজের ৪৪টি গেটের সবগুলো। ব্যারেজের ভাটিতে তিস্তায় বাড়ছে পানি।
তিস্তায় পানি আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।
হাতীবান্ধা উপজেলার দোয়ানী গ্রামের কৃষক লুৎফর রহমান (৬০) জানান, তার ৮ বিঘা জমির আমন ধানের ক্ষেত পানির নিচ তলিয়ে গেছে। তিস্তা নদীতে আকস্মিক পানি বেড়ে যাওয়ায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আগামী ২-৩ দিনের মধ্যে পানি নেমে না গেলে তাদের ফসলের ব্যাপক ক্ষতি হবে।