প্রকাশ: মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১, ৭:৫১ পিএম আপডেট: ১৯.১০.২০২১ ৭:৫৬ পিএম | অনলাইন সংস্করণ
টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
মঙ্গলবার (১৯ অক্টোবর) ওমানের আল-আমিরাত স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হয়েছে টাইগাররা।
স্কটল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে হেরে দেয়ালে পিঠ ঠেকে গেছে বাংলাদেশের। জয়ের লক্ষ্যে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ওমানের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা।
এই ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। সৌম্য সরকারের পরিবর্তে এই ম্যাচে খেলছেন ওপেনার নাঈম শেখ।
বাংলাদেশ একাদশ:
নাইম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
ওমান একাদশ:
আকিব ইলিয়াস, যতিন্দর সিং, কাইসায়াপ প্রজাপতি, জিশান মাকসুদ (অধিনায়ক), মোহাম্মদ নাদিম, আয়ান খান, সন্দীপ গৌড, নাসিম খুশি, কালিমুল্লাহ, ফায়াজ বাট ও বিলাল খান।
ভোরের পাতা/কে