প্রকাশ: মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১, ৭:১৯ পিএম | অনলাইন সংস্করণ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে অনন্য এক উদ্যোগ বাস্তবায়ন করেছেন ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নওশেল আহমেদ অনি।
সোমবার ময়মনসিংহের নতুন বাজারে মহানগর ছাত্রলীগের অস্থায়ী কার্যালয়ে শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন উপলক্ষে পিছিয়ে পড়া শিশু-কিশোরদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করেন নওশেল আহমেদ অনি।
তাঁর এমন ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ বিষয়ে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নওশেল আহমেদ অনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। এ সংগঠনের মূল স্লোগানই হচ্ছে শিক্ষা শান্তি প্রগতি, ছাত্রলীগের মূলনীতি। আমি সেই মূলনীতির ওপর ভিত্তি করেই ময়মনসিংহের শতাধিক পিছিয়ে পড়া শিক্ষা সামগ্রী বিতরণ করেছি।
এদিকে এই নওশেল আহমেদ অনির নেতৃত্বে মঙ্গলবার ময়মনসিংহ শহরে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে মিছিলও হয়েছে।