র্যাব-১০ এর সহকারী পরিচালক এএসপি এনায়েত কবির সোয়েব জানান, রাজধানী ঢাকার চকবাজার মডেল থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে দেখা যায়, অনুমোদনহীন অস্বাস্থ্যকর খাবার, নকল ও অনুমোদনহীন কসমেটিকস উৎপাদন মজুদ ও বিক্রি করা হচ্ছে।
এজন্য এস আর এন্টারপ্রাইজকে ২ লাখ টাকা, ভাই ভাই ষ্টোরকে ৫০ হাজার টাকা, জে এস কর্পোরেশনকে ২ লাখ টাকা, এমএস হোসাইন কর্পোরেশনকে ২ লাখ টাকা, আতিক মামা ষ্টোরকে ২ লাখ টাকা ও খালেক ষ্টোরকে ১ লাখ টাকা করে মোট সাড়ে ৯ লাখ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
একই অভিযানে আরেক জনকে ১৫ দিনের বিনাশ্রম করাদণ্ড প্রদান করা হয়।
সাজাপ্রাপ্ত আসামিকে ঢাকা কেন্দীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।
ভোরের পাতা/অ