তিনি জানিয়েছেন, শিগগিরই মাধ্যমিক পর্যায়ের স্কুলে ফিরতে যাচ্ছে আফগান মেয়েরা। সব প্রস্তুতি ঠিক করেই এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে যথাসময়ে ঘোষণা আসবে।
দীর্ঘদিন মাধ্যমিক শিক্ষা থেকে বঞ্চিত আফগান মেয়ে শিক্ষার্থীরা। তালেবানের নির্দেশ অনুযায়ী মেয়েরা ঘরে থাকতে বাধ্য হচ্ছে। এনিয়ে রবিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিনিধি স্টেফিনা ডেকারের সঙ্গে আলাপ হয় আফগান স্বরাষ্ট্রমন্ত্রীর।
কারি সাইদ খোসতি বলেন, আমার অনুধাবন ও তথ্য অনুযায়ী, খুব অল্প সময়ের মধ্যেই সব বিশ্ববিদ্যালয় ও স্কুল খুলে দেয়া হবে। সব মেয়ে ও নারীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ও শিক্ষকতার পেশায় ফিরে যাবে।
আফগান ছেলে শিক্ষার্থীরা অনেক আগেই স্কুলে ফিরে গেছে। নিরাপত্তাসহ নানা কারণ দেখিয়ে মেয়েদের স্কুলে যাওয়া বন্ধ করে রেখেছে তালেবান সরকার। জাতিসংঘও তালেবান সরকারকে আহ্বান জানিয়ে আসছে দ্রুত মেয়ে শিক্ষার্থীদের স্কুলে ফিরতে দেওয়া হোক।