দেশে এ পর্যন্ত ৫ কোটি ৮২ লাখ ৩৮ হাজার ৭৮১ ডোজ করোনা টিকার প্রয়োগ হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৩ কোটি ৮৮ লাখ ৩৮ হাজার ১৮৮ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ কোটি ৯৪ লাখ ৫৯৩ জন।
সোমবার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।
স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্যমতে, সোমবার অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৫২ হাজার ৯৫৭ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৮৬৪ জনকে।
পাশাপাশি আজ ফাইজারের প্রথম ডোজ দেওয়া হয়েছে ২৩ হাজার ৮৮৮ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৫৯ জনকে।
এছাড়া সিনোফার্মের টিকা আজ প্রথম ডোজ নিয়েছেন দুই লাখ ৮৬ হাজার ৭৭৩ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন দুই লাখ ৩২ হাজার ৩৬২ জন।
মডার্নার টিকা আজও কাউকে দেওয়া হয়নি।
সারাদেশে সোমবার পর্যন্ত ৫ কোটি ৪৭ লাখ ৯৭ হাজার ১৩৬ জন টিকার জন্য নিবন্ধন করেছেন।