আমি শুধু বাঁচতে চেয়েছিলাম
আমি আমার হিমালয় সম
পিতার হাত ধরে আর সবার মতো
হাঁটতে চেয়েছিলাম।
আমি রাজনীতি বুঝতাম না
বুঝতাম শুধু রূপকথার রাজার গল্প
আমি পঙ্খীরাজের রাজকুমার হতে চেয়েছিলাম
আমি তোমাদের কাছে শুধু বাঁচতে চেয়েছিলাম।
তখন আমি মায়ের আঁচল
জড়িয়ে গভীর ঘুমে
ঘাতকের ছোঁড়া বুলেটের শব্দে ঘুম ভাঙে
বুঝি নি আজ সব হারিয়ে নিঃস্ব হবো
নিষ্ঠুর বুলেটে ঝাঁঝরা হবে আমার বুক।
আমি শুধু মায়ের আঁচল ধরে
ঘুরে বেড়াতে চেয়েছিলাম।
বুবুদের কোলে কোলে ঘুরতে চেয়েছিলাম।
আমি শুধু বাঁচতে চেয়েছিলাম।
মায়ের কোল হারিয়ে
আমি আশ্রয় নিয়েছিলাম
খাটের নিচে অন্ধকার কোণে।
আমি জানতাম আমার বুবুরা
আমাকে ঠিকই খুঁজে কোলে তুলে নেবে।
আমি পৃথিবীর বুকে বাঁধাহীন হয়ে
ছুটে বেড়াতে চেয়েছিলাম।
আমি শুধু বাঁচতে চেয়েছিলাম।
পৃথিবীর বুকে ফুটতে চেয়েছিলো
'রাসেল' নামের সদ্য প্রস্ফুটিত ফুল।
যাকে তোমরা দলিত মথিত করেছো
ঝাঁঝরা করেছো যার ছোট্ট বুক।
তোমাদের কাছে তার একটাই প্রশ্ন ছিলো-
'আমি কি অপরাধ করেছিলাম?'
দশ বছরের নিষ্পাপ রাসেল
রাজা চেনে নি
ক্ষমতার তখত বোঝে নি
জগতের জটিলতা কুটিলতা দেখেনি
যে শুধু তোমাদের কাছে বাঁচতে চেয়েছিলো।
লেখক: সিনিয়র জেলা ও দায়রা জজ, সাতক্ষীরা