প্রকাশ: সোমবার, ১৮ অক্টোবর, ২০২১, ৮:৫৩ পিএম | অনলাইন সংস্করণ
‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’এ প্রতিপাদ্য নিয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে সোমবার টাঙ্গাইলে যথাযথ মর্যাদায় শেখ রাসেল দিবস উদযাপন করা হয়েছে।
রবিবার (১৮ অক্টোবর) সকাল ৭ টায় শহিদ স্মৃতি পৌর উদ্যানে জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা পরিষদ, টাঙ্গাইল পৌরসভাসহ বিভিন্ন দপ্তর শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৮ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম, টাঙ্গাইল-২ আসনের এমপি তানভির হাসান ছোট মনির, জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী প্রমুখ। এরপর শহীদ স্মৃতি পৌরউদ্যানে কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল ৯ টা ১৫ মিনিটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস,অদম্য আত্মবিশ্বাস’ শীর্ষক সেমিনার ও পুরস্কার বিতরণের আয়োজন হয়।এছাড়াও টাঙ্গাইল সার্কিট হাউসের সামনে জেলা প্রশাসক ড. মো. আতাউল গনির উদ্যোগে শেখ রাসেল ম্যুরালের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
ভোরের পাতা/কে