বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
টানা বৃস্টিতে স্থবির মোংলা বন্দরের স্বাভাবিক কার্যক্রম
মোংলা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ অক্টোবর, ২০২১, ৭:১৩ পিএম | অনলাইন সংস্করণ

বায়ুচাপ পার্থক্যের অধিক্য বিরাজ করায় বঙ্গোপসাগর প্রচন্ড উত্তল, ফলে বায়ু চাপ সৃষ্টির কারনে মোংলা বন্দরে তিন নম্বর স্থানীয় সর্তক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। যার কারনে গত দু’দিন ধরে মোংলা বন্দরসহ সুন্দরবন উপকুল অঞ্চলে বৈরী আবহাওয়া বিরাজ করছে। দিনের বেলায় সূর্যের দেখা মিলছে না। এতে বিপাকে পড়েছে এ অঞ্চলের নি¤œ আয়ের মানুষ। অপরদিকে হালকা ও ভারী বৃষ্টির ফলে বন্দরে অবস্থানরত সামুদ্রিক জাহাজ থেকে পণ্য খালাস কাজে হচ্ছে ধীরগতি। কয়েকদিন ধরে প্রচন্ড ভ্যাপসা গরমের কিছুটা হলেও সস্তি এসেছে এ অঞ্চলের সাধারণ মানুষের মাঝে।

আবহাওয়া অধিদপ্তরের সামুদ্রিক সতর্কবার্তার বুলেটিনে দেশের তিনটি সমুদ্র বন্দর সমুহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশ উপকুলীয় এলাকায় বায়ুচাপ পার্থক্যের অধিক্য বিরাজ করছে।

মোংলা বন্দরে থেমে থেমে হালকা ও ভারী বৃষ্টি হচ্ছে। দিনের বেলায় সূর্যের দেখা মেলেনি। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারনে বিপাকে পড়েছে শহরের চলাচলকারীরা। ফলে নিম্ম আয়ের মানুষের দুর্ভোগ বৃদ্ধি পেয়েছে। সুন্দরবনের অভ্যন্তরে ও সাগরে নেমে জেলেরা মাছ ধরতে পারছে না। এ ছাড়া সুন্দরবনের দুবলার চর, মেহের আলীর চর, আলোরকোলসহ চরাঞ্চল এলাকায় সাগর থেকে আহরিত মাছ নিয়েও উঠে আসতে পারছেনা জেলেরা। এতে বড় ধরনের লোকসানের মুখে পরতে হচ্ছে তাদের।

এদিকে টানা দু’দিনের বৃস্টিতে অনেকটাই স্থবির হয়ে পড়েছে মোংলা সমুদ্র বন্দরের স্বাভাবিক কার্যক্রম। ব্যহত হচ্ছে বানিজ্যিক হাজাজের পন্য খালাস বোঝাই কাজ। রোববার দুপুর থেকে শুরু হওয়া দুর্যোগপুর্ন ও বৈরী আবহাওয়া আজ সোমবারও চলছে। মোংলা বন্দর সহ সুন্দরবন উপকুল জুড়ে একাটানা ভারি বৃস্টিপাত অব্যহত রয়েছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন জানান, বন্দরের পশুর চ্যানেলের বহিঃনোঙ্গর ও জেটিতে সার, চাল, কিংকার, কয়লা ও মেশিরারীজ মালামাল সহ ২২টি বানিজ্যিক জাহাজ পন্য খালাসের অপেক্ষায় অবস্থান করছে। ভারি বৃস্টিপাতের কারনে এ সকল জাহাজের পণ্য খালাস-বোঝাই ব্যবহত হচ্ছে। বৈরী আবহাওয়া আর বৃষ্টির কারনে বন্দরের পন্য খালাস-বোঝাইয়ের কাজ বড় ধরনের কোন প্রতিবন্ধকতা সৃষ্টি না হলেও খাদ্য ও সারবাহী জাহাজের পন্য খালাস কাজ বন্ধ রাখতে হচ্ছে। তবে বন্দরের জেটি এলাকায় কার্যক্রম রয়েছে সাভাবিক বলেও তিনি জানান।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]