প্রকাশ: সোমবার, ১৮ অক্টোবর, ২০২১, ১১:৩৮ এএম | অনলাইন সংস্করণ
গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। তারা সবাই করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
সোমবার (১৮ অক্টোবর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রোববার (১৭ অক্টোবর) সকাল ৮টা থেকে সোমবার (১৮ অক্টোবর) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।
উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিরা হলেন- ময়মনসিংহের সফির উদ্দিন (৭০), মমহাজ বেগম (৬০), সুনীতি আদিত্য (৯০) ও জামালপুর সদরের কিতাব আলী (৭২)।
তিনি আরও বলেন, বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ৩ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ৮৭ জন রোগী চিকিৎসাধীন। নতুন ভর্তি হয়েছেন ১১ ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ জন।
ময়মনসিংহের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ১৫৮টি নমুনা পরীক্ষা করে কোন করোনা শনাক্ত হয়নি।
ভোরের পাতা/অ