প্রকাশ: রোববার, ১৭ অক্টোবর, ২০২১, ৮:২৭ পিএম | অনলাইন সংস্করণ
শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে মাগুরার শালিখায় উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় আজ রোববার (১৭ অক্টোবর) দুপুর ২ টায় উপজেলা তথ্য -প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় আড়পাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে আইসিটি বিষয়ক উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
শিশু-কিশোরদের এ প্রতিযোগিতায় উপজেলার আড়পাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বরইচারা অভয়াচরণ মাধ্যমিক বিদ্যালয়, ধনেশ্বরগাতি মাধ্যমিক বিদ্যালয়, আমিয়ান মাধ্যমিক বিদ্যালয়, বুনাগাতি আমজাদ আলী মাধ্যমিক বিদ্যালয়, শ্রীহট্ট মাধ্যমিক বিদ্যালয়, আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, দরিশলই সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও আড়পাড়া বালিকা বিদ্যালয়ের সভাপতি জেসমিন আক্তার শাবানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী শফিউল আলম, উপজেলা আইসিটি প্রোগ্রামার সুমন মিয়া, উপজেলা একাডেমিক সুপারভাইজার বিপ্লব কুমার রায়, আড়পাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ প্রমুখ।