প্রকাশ: রোববার, ১০ অক্টোবর, ২০২১, ১২:০৪ পিএম | অনলাইন সংস্করণ
নাইজেরিয়ার সোকোটো রাজ্যের একটি বাজারে বন্দুকধারীদের হামলা ও গাড়ি জ্বালিয়ে দেওয়ার ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন।
তারা জানায়, সেকোটোর রাজ্যের একটি বাজারে বন্দুকধারীদের হামলায় এই ঘটনা ঘটে।
সোকোটোর পুলিশ বিষয়ক মন্ত্রীর বিশেষ উপদেষ্টা ইদ্রিস গোবির রয়টার্সকে জানান, সশস্ত্র ডাকাতরা মোটরসাইকেলে করে এসে এলোপাতাড়ি গুলি করে, এতে বেশ কয়েকজন নিহত হয়।
তিনি বলেন, ডাকাতদের বড় একটি দল অন্তত ২০ জনকে হত্যা করেছে। লাশগুলো আমরা দেখেছি ও গুনেছি। তারা নয়টি গাড়িও জ্বালিয়ে দিয়েছে।
এদিকে সোকোটো পুলিশের একজন মুখপাত্র হামলার কথা নিশ্চিত করলেও কতোজন নিহত হয়েছেন তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি।
ভোরের পাতা/কে